India vs Pakistan Match: ইন্ডিয়া-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ কোথায় দেখবেন, কোন OTT তে সরাসরি সম্প্রচার? জানুন সেরা সাবস্ক্রিপশন প্ল্যান

India vs Pakistan Match: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হয়ে গেছে। ভারত-পাকিস্তানের ম্যাচের জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
India vs Pakistan Match

ইন্ডিয়া-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ কোথায় দেখবেন, কোন OTT তে সরাসরি সম্প্রচার? জানুন সেরা সাবস্ক্রিপশন প্ল্যান Photograph: (ফাইল ছবি)

India vs Pakistan Match (ভারত বনাম পাকিস্তান ম্যাচ): অনলাইনে এই হাইভোল্টেজ ম্যাচ কীভাবে দেখবেন, কোন OTT তে সরাসরি সম্প্রচার? জানুন সেরা সাবস্ক্রিপশন প্ল্যান

Advertisment

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হয়ে গেছে। ভারত-পাকিস্তানের ম্যাচের জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনিও যদি এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, তাহলে আমরা আপনাকে আজ এই প্রতিবেদনে জানাতে চলেছি অনলাইনে কীভাবে আপনি এই হাইভোল্টেজ ম্যাচটি দেখবেন? জানিয়ে রাখি এই ম্যাচটি সরাসরি টিভিতেও সম্প্রচারিত হবে। আপনি যদি অনলাইনে ক্রিকেট ম্যাচ সরাসরি দেখার কথা ভেনে থাকেন তাহলে আজই পুরো প্রক্রিয়াটি জেনে নিন। 

আপনি কোথায় সরাসরি ম্যাচটি দেখতে পারবেন?
স্টার স্পোর্টস ১ - সরাসরি টিভি সম্প্রচার
স্টার স্পোর্টস ১ হিন্দি - হিন্দি ধারাভাষ্য সহ লাইভ দেখুন
JioHotstar অ্যাপ এবং ওয়েবসাইট – লাইভ স্ট্রিমিং

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য (গুগল প্লে স্টোর থেকে)
গুগল প্লে স্টোর খুলুন।
সার্চ বারে “JioHotstar” টাইপ করুন এবং সার্চ করুন।
JioHotstar অ্যাপে ট্যাপ করুন।
"ইনস্টল" বোতামে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে, "খুলুন" এ ক্লিক করুন এবং আপনার Jio আইডি দিয়ে লগইন করুন।

Advertisment

আইফোন ব্যবহারকারীদের জন্য (অ্যাপল অ্যাপ স্টোর থেকে)
অ্যাপ স্টোর খুলুন।
সার্চ বারে “JioHotstar” টাইপ করুন এবং সার্চ করুন।
JioHotstar অ্যাপটি নির্বাচন করুন।
"পান" বোতামটি আলতো চাপুন এবং তারপরে ইনস্টল করুন।
অ্যাপটি ইনস্টল হয়ে গেলে, "খুলুন" এ ক্লিক করুন এবং লগইন করুন।

JioHotstar অ্যাপ ব্যবহার করতে:
জিও সিম ব্যবহারকারীদের অ্যাপে লগইন করার জন্য জিও নম্বর এবং ওটিপি প্রয়োজন হবে।
যদি আপনার জিও প্ল্যান থাকে, তাহলে আপনি কিছু কন্টেন্ট বিনামূল্যে দেখতে পারবেন, অন্যথায় আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে।

জিও হটস্টার সাবস্ক্রিপশন প্ল্যান-
জিওর ৯৪৯ টাকার প্রিপেইড প্ল্যানে ডেটা, ভয়েস কলিং এবং ৯০ দিনের জন্য বিনামূল্যে জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন প্ল্যানের সুবিধা রয়েছে। এই প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। আনলিমিটেড এই প্ল্যানে ব্যবহারকারীদের কলিং নিয়ে চিন্তার কোন প্রয়োজন নেই। এছাড়াও, প্রতিদিন ২ জিবি ডেটার সুবিধাও পাবেন ইউজাররা। একই সময়ে, JioHotstar এর মোবাইল সাবস্ক্রিপশন প্ল্যানটি ১৪৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটির মেয়াদা তিন মাস। 

pakistan India