New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/759.jpg)
এই অ্যাপ্লিকেশনটি ভারত সরকার, বিশেষত স্বাস্থ্য দফতরের কাজকে সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তৈরি করেছে।
ভারত সরকার সপ্তাহ খানেক ধরে করোনা ভাইরাস 'ট্র্যাকিং অ্যাপে'র উপর কাজ করছে। অবশেষে লঞ্চ করা হল সেই অ্যাপ। অবশ্য, এখনও পরীক্ষানিরীক্ষার অধীনে রয়েছে এই অ্যাপ। যার নাম 'করোনা কবচ'। তবে ঘোষণা করা হয়েছে পরবর্তীকালে অফিসিয়ালি এই অ্যাপের নাম রাখা হবে 'আরোগ্যেসেতু'। ইতিমধ্যে অ্যাপেল ও গুগল প্লে স্টোরে এসে গিয়েছে নতুন অ্যাপ।
জাতীয় তথ্য কেন্দ্র এই অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে ভারত সরকার ১৪ ই এপ্রিল পর্যন্ত ঘরবন্দি জনগণের প্রয়োজনে স্বাস্থ্যসেবা হিসেবে কাজ করতে চায়। কেন্দ্রীয় সরকারের তরফে জানান হয়েছে, “এই অ্যাপ্লিকেশনটি ভারত সরকার, বিশেষত স্বাস্থ্য দফতরের কাজকে সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তৈরি করেছে। ব্যবহারকারীদের জীবনের ঝুঁকি, সেরা অনুশীলন এবং কোভিড-১৯ নিয়ন্ত্রণ সম্পর্কিত তথ্য প্রদান করবে"।
এই অ্যাপ আপনাকে কোরেন্টাইনে থাকা বা করোনায় আক্রান্ত ব্যক্তির সন্ধান দেবে। এই অ্যাপটি সঠিক ভাবে ব্যবহার করতে স্থিতিশীল ওয়াইফাই ও ব্লুটুথ কানেকশনের প্রয়োজন হবে। আপনার সংস্পর্শে কেউ এলে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানান দেবে অ্যাপ।
Read the full story in English