Advertisment

Astronaut Sunita Williams: মহাকাশে পাত পেড়ে 'ফিশ কারি', সঙ্গী গনেশ মূর্তি! ইতিহাস গড়লেন সুনিতা উইলিয়ামস

ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস! বোয়িং স্টারলাইনার মহাকাশযান ওড়ানোর জন্য প্রথম মহিলা হিসাবে কৃতিত্ব ছিনিয়ে নিয়েছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
alypso,boeing,boeing starliner,boeing starliner 1st astronaut flight,boeing starliner first mission,boeing starliner spacecraft,sunita williams,sunita williams 3rd mission to space called off,sunita williams on boeing starliner,sunita williams create history,sunita williams third space mission"

ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস! বোয়িং স্টারলাইনার মহাকাশযান ওড়ানোর জন্য প্রথম মহিলা হিসাবে কৃতিত্ব ছিনিয়ে নিয়েছেন।

sunita williams writes history: ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস! বোয়িং স্টারলাইনার মহাকাশযান ওড়ানোর জন্য প্রথম মহিলা হিসাবে কৃতিত্ব ছিনিয়ে নিয়েছেন।

Advertisment

গত বুধবার ফ্লেরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে বোয়িং স্টারলাইনার রকেটে চেপে মহাকাশের জন্য রওনা দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস সহকর্মী বুচ উইলমোর এর সঙ্গে এই অভিযানে নামেন উইলিয়ামস ।

গত ৭ মে সূচনার দিন নির্দিষ্ট থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা পিছিয়ে যায়। উইলিয়ামস, উইলমোর জুটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক সপ্তাহ কাটাবেন এবং পুনর্ব্যবহারযোগ্য ক্যাপসুলের মাধ্যমে আবার পৃথিবীতে ফিরে আসবেন।

আরও পড়ুন : < Air Condition Tips: ভুল করেও বেডরুমের এই দিকে এসি লাগাবেন না! জানুন কোন দেওয়াল পারফেক্ট? >

সুনীত উইলিয়ামস আইএসএস-এর সদস্যদের তার দ্বিতীয় পরিবার হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, "আইএসএস আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো,"। মহাকাশ স্টেশন চমৎকারভাবে তাঁকে স্বাগত জানানোর জন্য তিনি সকল মহাকাশচারীকে ধন্যবাদ জানান।

নাসার ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস নিরাপদে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন। এটি তার তৃতীয় সফর। এই সময় তিনি একটি একেবারে নতুন মহাকাশযান, বোয়িং স্টারলাইনারে চড়ে ভ্রমণ করেন। আইএসএস-এ পৌঁছানোর পরে, তিনি একটি ছোট "নাচের পার্টি"তে অংশ নেন।

সাতজন ক্রু সদস্যকে জড়িয়ে ধরে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তিনি। আগামী একসপ্তাহ তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবে। এই সময়ে সেখানে তিনি "ফিশ কারি" খাবেন বলেই জানিয়েছেন। তিনি বোয়িং স্টারলাইনার মহাকাশযানে ২৫ ঘন্টা উড়িয়ে রেকর্ড গড়েন।

মহাকাশের জগতে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের নামের সঙ্গে সকলেই পরিচিত । মহাকাশের জগতে আরও একবার ইতিহাস সৃষ্টি করলেন সুনিতা উইলিয়ামস। তার সঙ্গে অভিযানে ছিলেন নাসার আরেক মহাকাশচারী বুচ উইলমোর। ST-200 বোয়িং স্টারলাইনার রকেটটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। মহাকাশচারীরাই সেটির নকশা তৈরি করেছেন বলে নাসার তরফে জানানো হয়েছে। মহাকাশ অভিযানে সুনিতা সঙ্গে নিয়ে যেতে ভোলেন নি গনেশের একটি মূর্তি ও শ্রীমদ্ভগবত গীতা।

NASA Tech News Space Craft
Advertisment