Advertisment

দেশের প্রথম বেসরকারি রকেট 'বিক্রম-এস'! চলছে উৎক্ষেপনের চূড়ান্ত পর্বের প্রস্তুতি

আবহাওয়া পরিস্থিতির উপর ভিত্তি করে উৎক্ষেপনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে বলেই সংস্থার তরফে জানান হয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

ভারতের প্রথম বেসরকারি রকেট বিক্রম-এস ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে উৎক্ষেপণের জন্য প্রস্তুত।

ভারতের প্রথম বেসরকারি রকেট 'বিক্রম-এস' ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে উৎক্ষেপণের জন্য প্রস্তুত। মঙ্গলবার হায়দরাবাদ-ভিত্তিক মহাকাশ স্টার্টআপ স্কাইরুট অ্যারোস্পেসের তরফে এই ঘোষণা করা হয়। হায়দরাবাদের সংস্থা এই রকেট তৈরির জন্য যে মিশন শুরু করেছিল তার নাম 'প্রারম্ভ'।

Advertisment

শ্রীহরিকোটায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার লঞ্চপ্যাড থেকে এটি উৎক্ষেপণ করা হবে বলে জানা গিয়েছে। স্কাইরাউট অ্যারোস্পেসের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা পবন কুমার চন্দনা বলেছেন, "আধিকারিকরা ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে প্রথম বেসরকারি রকেটটি মহাকাশে উৎক্ষেপণের প্রস্তুতি নিয়েছেন। আবহাওয়া পরিস্থিতির উপর ভিত্তি করে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।"

এই মিশনের মাধ্যমে, Skyroute Aerospace হবে ভারতের প্রথম বেসরকারি কোম্পানি যারা মহাকাশে রকেট পাঠাবে। এটি একটি নতুন যুগের সূচনা করতে চলেছে। স্কাইরাউট অ্যারোস্পেসের সিইও নাগা ভারত ডাকা বলেছেন, "বিক্রম-এস রকেট হল একটি একক-পর্যায়ের সাব-অরবিটাল লঞ্চ ভেহিকল। যেটি তিনজনকে বহন করবে এর পাশাপাশি বিক্রম সিরিজে যে সমস্ত ভেহিকেলের স্পেস লঞ্চ হয়েছিল, তার বেশিরভাগেরই প্রযুক্তি পরীক্ষা নিরীক্ষা করবে ভারতের প্রথম বেসরকারি রকেট বিক্রম এস।

স্কাইরাউট অ্যারোস্পেসের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা পবন কুমার চন্দনা আরও জানান, “ISRO এবং IN-SPACE (Indian National Space Promotion and Authorization Centre) এর সহযোগিতার কারণেই স্কাইরাউট এত অল্প সময়ের মধ্যে বিক্রম-এস রকেটের মিশন সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। ভারতীয় মহাকাশ কর্মসূচির প্রতিষ্ঠাতা 'বিক্রম সারাভাই'কে শ্রদ্ধা জানানোর জন্য স্কাইরুটের রকেটের নাম 'বিক্রম' রাখা হয়েছে বলেও স্কাইরাউট অ্যারোস্পেসের তরফে জানান হয়। হায়দ্রাবাদে অবস্থিত, স্কাইরাউট মহাকাশে বাণিজ্যিক উপগ্রহ উৎক্ষেপণের জন্য অত্যাধুনিক স্পেস লঞ্চ ভেহিকেল তৈরি করে।

Advertisment