Advertisment

Infinix Note 40 Pro: 'ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং' সহ প্রথম অ্যান্ড্রয়েড ফোন, লঞ্চ হতে চলেছে Infinix Note 40 সিরিজ

Infinix Note 40 সিরিজ হবে প্রথম অ্যান্ড্রয়েড সিরিজ বা ফোন যা ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তির সঙ্গে লঞ্চ হতে চলেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Infinix Note 40 Pro

Infinix Note 40 সিরিজ হবে প্রথম অ্যান্ড্রয়েড ফোন সিরিজ বা ফোন যা ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তির সঙ্গে লঞ্চ হতে চলেছে।

Infinix Note 40 Pro: ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সহ প্রথম অ্যান্ড্রয়েড ফোন শীঘ্রই লঞ্চ হতে চলেছে।

Advertisment

Infinix খুব শীঘ্রই ভারতে একটি ফোন লঞ্চ করতে চলেছে, যেটি এখনও Android সেগমেন্টে কোনও কোম্পানি লঞ্চ করেনি।

Infinix আগামী মাসে অর্থাৎ এপ্রিলে তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের নাম Infinix Note 40 series। কোম্পানি এখনও এই সিরিজের সঠিক লঞ্চের তারিখ প্রকাশ করেনি, তবে এই সিরিজের একটি মাইক্রোসাইট Flipkart-এ লাইভ করা হয়েছে।

ম্যাগনেটিক চার্জিং সহ প্রথম অ্যান্ড্রয়েড ফোন
কোম্পানি নিশ্চিত করেছে Infinix Note 40 series-এ থাকবে 20W ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ইনফিনিক্স এই প্রযুক্তির নাম দিয়েছে ম্যাগচার্জ প্রযুক্তি। এটি একটি ম্যাগসেফ চার্জিং সলিউশনের মতো কাজ করবে, যেমনটি আমরা আইফোনে দেখি।

Infinix Note 40 সিরিজ হবে প্রথম অ্যান্ড্রয়েড ফোন সিরিজ বা ফোন যা ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তির সঙ্গে লঞ্চ হতে চলেছে। আসবে।

এখন পর্যন্ত রিপোর্ট অনুযায়ী, Infinix-এর এই ফোন সিরিজে মোট ৪টি স্মার্টফোন থাকবে, যার মধ্যে Infinix Note 40, Note 40 Pro 4G, Note 40 Pro 5G, এবং Note 40 Pro Plus 5G রয়েছে। এই চারটি ফোন 20W ওয়্যারলেস চার্জিং এবং 100W ওয়্যারড চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হবে।

Infinix
Advertisment