২৭০ ডিগ্রী স্ক্রিনে সিনেমা দেখবে কলকাতাবাসী

ভারতের সিনেমা ইতিহাসে এক গৌরবের দিন। এখন থেকে দর্শকরা হলের তিনটি দেওয়ালে সিনেমা দেখতে পাবেন।

ভারতের সিনেমা ইতিহাসে এক গৌরবের দিন। এখন থেকে দর্শকরা হলের তিনটি দেওয়ালে সিনেমা দেখতে পাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
screen x

কলকাতায় লঞ্চ হল বিশাল 'স্ক্রিন এক্স'

সিনেমা হলে বসে আর শুধু সামনে তাকিয়ে থাকতে হবে না। এবার ঘাড় ঘোরালেও বাদ পড়বে না সিনেমার দৃশ্য। কলকাতায় লঞ্চ হল স্ক্রিন এক্স (Screen-X) টেকনোলজি। প্যানোরামিক ২৭০ ডিগ্রি ভিউতে এবার সিনেমা দেখতে পাবেন দর্শকরা। সম্প্রতি কলকাতার কোয়েস্ট মলে এই স্ক্রিনের সূচনা হয়েছে।

Advertisment

publive-image কলকাতায় লঞ্চ হল স্ক্রিন এক্স।

সাবেকি সিনেমা হলগুলিতে আগে শুধু সামনের দিকে তাকিয়েই সিনেমা দেখতে হত। এখন সামনে ছাড়াও দর্শকের দুপাশে থাকবে বিরাট দুটি স্ক্রিন। ফলে একেবারে নতুন অভিজ্ঞতায় দেখা যাবে সিনেমা।

আরও পড়ুন:  মধ্যবিত্তের জন্য বাইক আনছে হিরো, ফাঁস হয়েছে তথ্য

এর আগে আইনক্স কর্তৃপক্ষ CJ 4DPLEX-য়ের সঙ্গে চুক্তি করে ভারতে ২৭০ ডিগ্রি স্ক্রিন তৈরি করে। মুম্বাইয়ের ইনঅরবিট মলে প্রথম চালু হয় এই নয়া প্রযুক্তির স্ক্রিন। এরপর, কলকাতার কোয়েস্ট মতে চালু হল স্ক্রিন এক্স।

Advertisment

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ ব্যবহার করার আগে পাঁচটি বিষয় জানা উচিত

পূর্ব ভারতে আইনক্সের আঞ্চলিক ম্যানেজার অমিতাভ গুহঠাকুরতা জানিয়েছেন, 'ভারতের সিনেমা ইতিহাসে এক গৌরবের দিন। এখন থেকে দর্শকরা হলের তিনটি দেওয়ালে সিনেমা দেখতে পাবেন। আমরা গর্বিত ভারতে আইনক্সই প্রথম স্ক্রিন এক্স ননিয়ে এলো। দর্শকরা এর ফলে এক নতুন ধারার সঙ্গে যুক্ত হতে পারবেন। এর ফলে সিনেমা দেখার এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন দর্শকরা।'

publive-image কোয়েস্ট মলে স্ক্রিন এক্সের উদ্বোধন করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

কোয়েস্ট মলে এই স্ক্রিন এক্সের উদ্বোধন করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'আমরা সবসময় বলি প্রযুক্তি মানুষের জীবনধারায় অনেকটা প্রভাব ফেলে। স্ক্রিন এক্স সেইরকমই এক অভিজ্ঞতা। নতুনভাবে সিনেমা এবার ধরা দেবে দর্শকদের কাছে।'

kolkata