scorecardresearch

টুইটার বিভ্রাট! সমস্যায় কোটি কোটি ইউজার

অনেক ব্যবহারকারী জানিয়েছেন, টুইট করার পরে, তারা একটি ‘টাইম আউট’ বার্তা পাচ্ছেন।

Twitter,Twitter blue. India,Elon Musk,Twitter Service Charge,Twitter Authentication,blue tick,টুইটার ব্লু,অ্যাকাউন্ট 'অথেনটিকেশন,,Blue Tick,India,Service Charge,twitter,Twitter Blue

টুইটার বিভ্রাট! বিশ্বের একাধিক দেশে বন্ধ টুইটার। টুইটার সাপোর্ট টুইট করে এই তথ্য দিয়েছে। বিভ্রাটের জেরে হাজার হাজার ব্যবহারকারী সমস্যার মুখে পড়েছেন।

বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। টুইটার সাপোর্ট টুইট করে এই তথ্য জানিয়েছে। হাজার হাজার ইউজার পরিষেবা অ্যাক্সেস করতে না পারার বিষয়ে তাদের সমস্যার কথা জানিয়েছেন। টুইটারে এই সমস্যাটি শুরু হয়েছে যখন সিইও এলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রে ইউজারদের জন্য ৪ হাজার শব্দ পর্যন্ত টুইট করার সুবিধা শুরু করার পর থেকেই।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইলন মাস্কের আমলে এই প্রথম মানুষ এই সমস্যার সম্মুখীন হয়েছে। গত বছর কোম্পানির দায়িত্ব নেওয়ার পর টুইটার তার দুই-তৃতীয়াংশ কর্মচারীকে বরখাস্ত করেছে। কর্মী সংকটে সুষ্ঠ পরিষেবা ব্যহত হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

অনেক ব্যবহারকারী জানিয়েছেন, টুইট করার পরে, তারা একটি ‘টাইম আউট’ বার্তা পাচ্ছেন। বার্তায় বলা হচ্ছে ‘আপনি টুইট করার সময় সীমা অতিক্রম করেছেন’। এছাড়াও ব্যবহারকারীদের সরাসরি বার্তা পাঠাতে, অন্যান্য অ্যাকাউন্টগুলি ফলো করতে এবং অল্প সময়ের মধ্যে তাদের কনটেন্ট পোস্ট করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। অনেক ব্যবহারকারী টুইটারে অভিযোগ করেছেন সাইটটি রিফ্রেশ করার পরেও, পুরানো টুইটগুলি পপ আপে স্ক্রিনে উঠে আসছে।

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Instagram and twitter appear to suffer outage as users find they are unable to post