New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-78.jpg)
ডাউনডিটেক্টর তথ্য অনুসারে, প্রায় ৩০ হাজার ইউজার ইনস্টাগ্রামে সমস্যার কথা জানিয়েছেন।
ভোর থেকেই ‘ইনস্টাগ্রাম ডাউন’, লগইন করতে সমস্যায় পড়ছেন ইউজাররা। সমস্যার মুখে কোটি কোটি ইউজার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম বিভ্রাটের জেরে লগ ইন করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন ইউজাররা।
সকাল থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ইনস্টাগ্রাম ডাউন’। সারা বিশ্বের কোটি কোটি ইউজার ইন্সটাগ্রাম ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রাম অ্যাকসেস করতে সমস্যায় পড়তে হয় ইউজারদের। ডাউনডিটেক্টর তথ্য অনুসারে, প্রায় ৩০ হাজার ইউজার ইনস্টাগ্রামে সমস্যার কথা জানিয়েছেন।
রিপোর্ট অনুসারে জানা গিয়েছে ব্যবহারকারীরা সকাল সাতটা থেকেই এই অসুবিধার সম্মুখীন হন। ৫০ শতাংশ ব্যবহারকারী ‘সার্ভার সংযোগ’ নিয়ে অভিযোগ করেছেন, পাশাপাশি ২০ শতাংশ ইউজার লগইনে সমস্যার অভিযোগ করেছেন। ইনস্টাগ্রামে সমস্যা হওয়ার পর ব্যবহারকারীরা টুইটারে বিষয়টি নিশ্চিত করছেন। অনেকে এই সম্পর্কিত মেম শেয়ার করছেন।