Solar AC: চলতি বছর গরমের রেকর্ড অতীতের সকল রেকর্ডকে ভেঙে দিয়েছে। দিল্লির সহ ভারতের বেশিরভাগ স্থানে তীব্র তাপদাহ অব্যাহত। গরম থেকে বাঁচতে মানুষের এসি কেনার হিড়িক অনেকটাই বেড়ে গিয়েছে গত বছরের তুলনায়। এই গরমে এয়ার কন্ডিশনার মানুষের কাছে যেন আর্শীবাদ বয়ে এনেছে। এসিতে প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা নির্ধারণ করা হয়। AC-তে তাপমাত্রার যত কম হবে, শীতলতা তত বেশি হবে। কিন্তু ঘর খুব তাড়াতাড়ি শীতল করতে চাইলে একদিকে তা যেমন এসির স্বাস্থ্যের পক্ষে খারাপ তেমনই এর ফলে অধিক বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়।
সারাদেশে প্রচণ্ড গরমে অস্থির মানুষ। এখন মানুষ ঘরে থেকেও যেন এসি ছাড়া শান্তি পাচ্ছে না। যাদের বাড়িতে এসি রয়েছে তারা গরম থেকে এসি চালিয়ে কিছুটা স্বস্তি পাচ্ছেন ঠিকই কিন্তু ঘণ্টার পর ঘণ্টা এসি চললে বিদ্যুৎ বিলও বেড়ে যাবে বহুগুণ। এমন পরিস্থিতিতে অনেকের কাছেই এসি গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
আপনিও যদি আপনার বাড়িতে একটি নতুন এসি বসানোর প্ল্যানিং করে থাকেন তাহলে আমরা আপনাকে এমন একটি এসি সম্পর্কে তথ্য প্রদান করব যা আপনাকে কেবল দুর্দান্ত শীতলই দেবে না সেই সঙ্গে আপনার বিদ্যুতের বিল নিয়ে টেনশনও দূর করবে। হ্যাঁ, এই এসি চালাতে আপনার এক টাকাও খরচ হবে না। তো চলুন জেনে নিই কি কি আছে এই বিশেষ এসি তে এবং কোথায় পাওয়া যাবে এই এসি?
বর্তমানে বাজারে সোলার এসির চাহিদা বাড়ছে। মানুষ তাদের প্রয়োজন অনুসারে বাড়িতে সোলার এসি কিনে লাগাচ্ছে। যদিও বাজারে সোলার এসির খুব কম অপশন আছে, কিন্তু আমরা আপনাকে এমন কিছু কোম্পানির কথা জানাব যেখান থেকে আপনি সহজেই অর্ডার করতে পারবেন সোলার এসি।
আরও পড়ুন : < AC Tips and Tricks: কেন এসির সর্বনিন্ম তাপমাত্র ১৬ ডিগ্রির নিচে সেট করা সম্ভব নয়? জানুন মজার এই কারণ >
নেক্সাস সোলার: ভারতীয় বাজারে, নেক্সাস সোলার স্প্লিট এবং উইন্ডো উভয় মডেলেই সোলার বিক্রি করছে। নেক্সাস সোলারের ওয়েবসাইট অনুসারে, এই কোম্পানির উইন্ডো এসির দাম ৩৪,৫০০ টাকা থেকে শুরু। যেখানে স্প্লিট এসি ৬৫,৭১৮ টাকা থেকে পাওয়া যাচ্ছে। আপনি এই কোম্পানির ওয়েবসাইট থেকে সোলার এসি কিনতে পারেন। সংস্থাটি এসির হোম ডেলিভারিও অফার করে। নেক্সাস সোলার এসির কিছু মডেলে রয়েছে লেটেস্ট এআই প্রযুক্তি। কোম্পানির দাবি, এই এসি স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রয়োজন অনুযায়ী ঘরের তাপমাত্রা সেট করতে পারে।
সোলার এসি প্রস্তুতকারক আরেকটি সংস্থা হল Exalta। এই সংস্থাটি ৪৬,০০০ টাকা থেকে ২,৭০,০০০ টাকা পর্যন্ত সোলার এসি বিক্রি করছে৷ কোম্পানির দাবি যে সমস্ত সোলার এসি ৬০ ডিগ্রি তাপমাত্রাতেই কাজ করতে পারে এবং আরও ভাল ঠান্ডা দিতে পারে। ওয়েবসাইট অনুসারে, কোম্পানি ৫৯,০০০ টাকায় ডুয়াল মোড এসিও বিক্রি করছে যাতে গরম এবং ঠান্ডা উভয় বিকল্পই পাওয়া যায়। অর্থাৎ শীতে আপনার ঘর গরম রাখতেও এই এসি কাজ করবে। কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনি এসির বিস্তারিত দেখতে পারেন।
আপনি যদি সোলার এসির সন্ধান করে থাকেন তাহলে আপনার কাছে দারুণ অপশন হতে পারে Mosseta স্প্লিট সোলার এসি । এই এসির দাম মাত্র ৩৫,৬৫০টাকা। অনলাইনে এই সোলার এসিও বুকিং করতে পারবেন আপনি । এই সংস্থাটি হোম ডেলিভারির সাথে ইনস্টলেশন সুবিধাও প্রদান করে।