New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/12/uWapwLjDPUC2uEp6bzzK.jpg)
এসি কিনেছেন, আউটডোর ইউনিট যেখানে সেখানে ইন্সটল নয়, বিপদ এড়াতে পড়ুন এই প্রতিবেদন Photograph: (ফাইল ছবি)
এসি কিনেছেন, আউটডোর ইউনিট যেখানে সেখানে ইন্সটল নয়, বিপদ এড়াতে পড়ুন এই প্রতিবেদন Photograph: (ফাইল ছবি)
AC Outdoor Unit: এসির আউটডোর ইউনিট লাগানোর সময় মেনে চলুন এই সতর্কতাগুলি। গরম প্রায় দরজায় কড়া নাড়ছে। ইতিমধ্যে অনেকেই বাড়িতে নতুন এসি কিনেছেন বা কেনার প্ল্যান করছেন।
আজকাল অধিকাংশ মানুষ স্প্লিট এসি কিনে থাকেন। এসির আউটডোর ইউনিট লাগানর সময় বাড়তি সতর্ক থাকা উচিত। তা না হলে যে কোন সময়ে ঘটে যেতে পারে বড়সড় বিপদ।স্প্লিট এসির আউটডোর ইউনিট প্রায়ই বাড়ির দেয়ালে বা বারান্দায় বা ছাদে ইনস্টল করা থাকে।
এসির আউটডোর ইউনিটটি লাগানোর সময় মাথায় রাখা দরকার ইউনিটটিতে যাতে সরাসরি সুর্যালোক না পড়ে। একই সঙ্গে খেয়াল রাখা দরকার আউটডোর ইউনিটটি যেন বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত না হয়। স্প্লিট এসির আউটডোর ইউনিট ইনস্টল করার সময় কী কী সতর্কতা অবলম্বন করা উচিত... আসুন জেনে নেওয়া যাক-