Advertisment

ডেলে আল্লি চ্যালেঞ্জটি নিয়েছেন আপনি ?

সকলেই সম্প্রতি কিকি চ্যালেঞ্জের পর মেতে উঠেছেন 'দ্য ডেলে আল্লি চ্যালেঞ্জ'। এই উদ্ভট চ্যালেঞ্জ পুরোটাই হাতের কারসাজিতে। কী? না, আঙুল বেঁকিয়ে তৈরি করতে হবে চশমা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একের পর এক চ্যালেঞ্জে মেতেছেন নেটিজেনরা, এবং সব যে খুব দৃষ্টিনন্দন, তাও নয়।

একের পর এক চ্যালেঞ্জ নিয়ে সরগরম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। চ্যালেঞ্জ হলেই হল। সোশ্যাল সাইটে মাতবে নেটিজেনরা। অবশ্যই তাতে মজা রয়েছে, অথবা খুব বেশি যে কঠিন হয় সে চ্যালঞ্জ এমনটাও নয়। সোশ্যাল নেটওয়ার্কিং এর যুগে বেমানান কিছু করতে পারলে, ভাগ্যে থাকলেই তা হয়ে যেতেই পারে ভাইরাল। আট থেকে আশি সকলেই সম্প্রতি কিকি চ্যালেঞ্জের পর মেতে উঠেছেন 'দ্য ডেলে আল্লি চ্যালেঞ্জ'। এই উদ্ভট চ্যালেঞ্জ পুরোটাই হাতের কারসাজিতে। কী? না, আঙুল বেঁকিয়ে তৈরি করতে হবে চশমা।

Advertisment

অবশ্য এই চ্যালেঞ্জে বিপদের আশঙ্কা নেই। কিন্তু তা যে খুব সহজ এমনটা একেবারেই নয়। আজকের যুগে কোনো চ্য়ালেঞ্জের উৎপত্তি কোথা থেকে হয় তা খুঁজে পাওয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। কিন্তু এখন পর্যন্ত যা মনে হচ্ছে, ফুটবলার ডেলে আল্লি শুরু করেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে নতুন এই চ্যালেঞ্জ। করতে পারলেই সেই ভিডিও বা ছবি তুলে দিন ফেসবুকে। তাঁরই দলের জর্জ কেভিন ব্যর্থ হয়েছেন এই চ্যালেঞ্জে।

এরপর থেকে একের পর এক চ্যালেঞ্জে মেতেছেন নেটিজেনরা, এবং সব যে খুব দৃষ্টিনন্দন, তাও নয়। আপনিও একবার চেষ্টা করে দেখতে পারেন। যদিও সাবধান, আঙুলের জট পাকিয়ে যেতে পারে!

viral
Advertisment