/indian-express-bangla/media/media_files/2025/06/09/J2G7TEUMP1T9csK7C46w.jpg)
Inverter Ac benefits: এসির বিদ্যুৎ খরচ কমানোর টিপস।
Inverter Ac benefits: বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম পড়ছে। এমন পরিস্থিতিতে অনেকেই এসি (এয়ার কন্ডিশনার) কিনছেন। কিন্তু এসি কেনার সময় একটি প্রশ্ন প্রায়ই উঠে আসে— 'ইনভার্টার এসি নেবেন, না নন-ইনভার্টার?' তখন অনেকেই দ্বিধায় পড়ে যান, বিশেষত 'ইনভার্টার' শব্দটি শুনে ভাবেন এটা বুঝি ব্যাকআপ পাওয়ার যুক্ত একটি যন্ত্র। কিন্তু, এটি আসলে সম্পূর্ণ ভিন্ন এক প্রযুক্তি।
ইনভার্টার এসিতে ‘ইনভার্টার’ মানে কী?
এই ‘ইনভার্টার’ শব্দটি এসির পাওয়ার ব্যাকআপ বোঝায় না। এটি একটি কম্প্রেসার কন্ট্রোল প্রযুক্তি, যার মাধ্যমে এসির কম্প্রেসার নিজে থেকেই গতি বাড়াতে বা কমাতে পারে ঘরের তাপমাত্রা অনুযায়ী। ফলে এটি বিদ্যুৎ খরচ কম করে এবং ঘরের তাপমাত্রা অনেক বেশি স্থিতিশীল রাখে।
আরও পড়ুন- এসির ফ্লিটার পরিষ্কার করতে এই ভুল একেবারেই নয়, বিরাট খেসারতে নাজেহাল হতে হবে
ইনভার্টার বনাম নন-ইনভার্টার এসি: মূল পার্থক্য
নন-ইনভার্টার এসি: এতে কম্প্রেসার একেবারে বন্ধ বা সম্পূর্ণ চালু হয়। বারবার চালু ও বন্ধ হওয়ার কারণে বিদ্যুৎ খরচ বেশি হয় এবং তাপমাত্রাও ওঠানামা করে।
ইনভার্টার এসি: কম্প্রেসার সব সময় চলে, তবে স্মার্টলি তার গতি নিয়ন্ত্রিত হয়। ফলে কুলিং মসৃণ হয় এবং খরচ কমে।
আরও পড়ুন- Jio-এর অহংকার ভেঙে দিল Airtel, সবচেয়ে সস্তায় সারা বছরের ভ্যালিডিটি, পেয়ে যান আনলিমিটেড কল-ডেটা
ইনভার্টার এসির ৪টি বড় সুবিধা:
বিদ্যুৎ সাশ্রয় (৩০-৫০%): ইনভার্টার এসি স্মার্ট গতি নিয়ন্ত্রণের মাধ্যমে ৩০-৫০% পর্যন্ত বিদ্যুৎ খরচ কমিয়ে দেয়।
স্থির শীতলতা: তাপমাত্রার ওঠানামা হয় না, ফলে সবসময় আরামদায়ক ঠান্ডা বজায় থাকে।
কম শব্দ: কম্প্রেসার ধীরে ও মৃদুভাবে চলে, তাই ঘরে শব্দ কম হয়।
দীর্ঘস্থায়ী ও কম রক্ষণাবেক্ষণ: মেশিনের ওপর চাপ কম থাকায় এসি মেশিন দীর্ঘদিন স্থায়ী হয় এবং সার্ভিস খরচ কম পড়ে।
আরও পড়ুন- দেড় টন এসি চালাচ্ছেন? জানেন ইলেকট্রিক মিটারে কত লোড থাকা দরকার? দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা
কারা ইনভার্টার এসি কিনবেন?
যদি আপনি এসি দিনে অন্তত ৫-৬ ঘণ্টার বেশি ব্যবহার করেন, তাহলে ইনভার্টার এসি আপনার জন্য দীর্ঘমেয়াদে অনেক বেশি লাভদায়ক হবে।