Inverter AC vs Non-Inverter AC: ইনভার্টার AC নাকি নন-ইনভার্টার AC? বিদ্যুৎ বিলের টেনশন ছেড়ে উপভোগ করুন দুর্দান্ত শীতলতা

Inverter AC vs Non-Inverter AC: ইনভার্টার AC নাকি নন-ইনভার্টার AC? কোনটি টেকে বেশি আর বিদ্যুতের খরচও কমায়? গরমে এসি কেনার আগে জানুন কোনটি বেস্ট?

author-image
IE Bangla Tech Desk
New Update
"Air conditioner power saving tips, Air conditioner power saving tips, Which mode is best for AC to save electricity, 5 tips to reduce AC electricity bill, Window air conditioner power saving tips, Air conditioner power saving tips in india, Central air conditioner power saving tips, How to reduce AC bill in summer, How to use AC at night, How to reduce power consumption in Split AC"

ইনভার্টার AC নাকি নন-ইনভার্টার AC? কোনটি টেকে বেশি আর বিদ্যুতের খরচও কমায়?

Inverter AC vs Non-Inverter AC: ইনভার্টার AC নাকি নন-ইনভার্টার AC? কোনটি টেকে বেশি আর বিদ্যুতের খরচও কমায়?

Advertisment

 অসহনীয় গরমের নাজেহাল পরিস্থিতি থেকে মুক্তি পেতে এসি মেশিনের জুড়ি নেই। শহর থেকে জেলা, সর্বত্র প্রবলভাবে বেড়ে গিয়েছে এয়ার কন্ডিশনার মেশিন কেনার হিড়িক। এয়ার কন্ডিশনার মেশিনটি আজ আর বাহুল্যতা নয়, এটি এখন যেন অপরিহার্য্য একটি সামগ্রী হয়ে উঠেছে। গোটা রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের শহর থেকে জেলা, তুমুলভাবে বেড়ে গিয়েছে এসি মেশিন কেনার হিড়িক। ইলেকট্রনিক্সের শোরুমগুলিতে এসি কিনতে উপচে পড়া ভিড়। 

জ্বালাপোড়া গরমের হাত থেকে রেহাই পেতে এয়ার কন্ডিশনার মেশিন কেনার ঝোঁক প্রবলভাবে বেড়ে গিয়েছে। AC এখন আর যেন বাহুল্যতা নেই এটি এখন বেশ অপরিহার্য্য একটি সামগ্রী হয়ে উঠেছে। আপনার ঘরের মাপ অনুযায়ী ১ টন, ১.৫ টন কিংবা ২ টনের AC কিনতে পারেন। তবে ইদানিং ইনভার্টার এসি (inverter AC) এবং নন-ইনভার্টার (Non-inverter AC) এসি শব্দবন্ধের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। AC-এর এই দুটি ধরনের মধ্যে কোনটি কিনলে আপনি বিদ্যুতের খরচ বাঁচাতে পারবেন? ইনভার্টার AC আর নন-ইনভার্টার AC-র মধ্যে ফারাকটাই বা ঠিক কী?

ইনভার্টার AC কী?

Advertisment

একটি ইনভার্টার AC-র কম্প্রেসর মোটরটি তার গতি নিয়ন্ত্রণ করতে পারে। একবার ঘর ঠান্ডা কিংবা উষ্ণ হলে, ইনভার্টার প্রযুক্তির এয়ার কন্ডিশনার মেশিন শক্তি সঞ্চয় করতে থাকে। এটি ঘরের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা বজায় রাখতে মোটরের গতিও কমিয়ে দেয়।

এছাড়াও এক ইউনিটে পৌঁছনোর আগেই ইনভার্টার এসি গ্রিড থেকে DC পাওয়ারকে AC-তে রূপান্তরিত করে, যে কারণে একদিকে যেমন মেশিনের দক্ষতা বৃদ্ধি পায়, তেমনই সামগ্রিকভাবে এই প্রক্রিয়া বিদ্যুতের বিলও কম করতে সাহায্য করে। এটি তাদের জন্য বিশেষভাবে উপযোগী হতে পারে যাঁরা তাঁদের বাড়ির বিদ্যুতের প্রয়োজনে সৌর শক্তির উপরেও নির্ভর করেন।

নন ইনভার্টার AC কী?

নন-ইনভার্টার AC-র কম্প্রেসর নির্দিষ্ট একটি গতি মেনে চলে। কম্প্রেসর চালু থাকলে ঘরের ভিতরের তাপমাত্রা কমতেই থাকবে। ঘর বেশ ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসরটি বন্ধ হয়ে যায়। তবে আবার ঘর গরম হতে শুরু করলে সেটি ফের চালু করে দেয়। তবে এক্ষেত্রে বিদ্যুতের খরচ বেশি হতে পারে।

এসি কিনতে গেলে উপোরক্ত বিষয়গুলি মাথায় রাখা উচিত। তবে ইনভার্টার এসির পার্টসের দাম নন-ইনভার্টার এসির চেয়ে একটু বেশি। সেই কারণে এসি কেনার আগে এই বিষয়গুলিও মাথায় রাখা জরুরি।

Air Conditioner