Advertisment

iPhone 14 Price Cut: বছরশেষের বিরাট ডিসকাউন্ট, হাজার হাজার ছাড়ে পান সাধের iPhone

iPhone 14 Price Cut: আপনি যদি সস্তায় আইফোন কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ রয়েছে। আবারও iPhone 14-এর দামে বড়সড় কাটছাঁট।

author-image
IE Bangla Tech Desk
New Update
আপনি যদি সস্তায় আইফোন কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে    দুর্দান্ত সুযোগ রয়েছে। আবারও iPhone 14-এর দামে বড়সড় কাটছাঁট।

আপনি যদি সস্তায় আইফোন কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ রয়েছে। আবারও iPhone 14-এর দামে বড়সড় কাটছাঁট।

iPhone 14 Price Cut:  হাতে গোণা আর মাত্র কয়েকটা দিন। শেষ হতে চলেছে ২০২৪। বর্ষশেষের ঠিক আগে আইফোনের উপর রয়েছে  ধামাকা অফার। আপনি যদি সস্তায় আইফোন কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে  দুর্দান্ত সুযোগ রয়েছে। আবারও iPhone 14-এর দামে বড়সড় কাটছাঁট।  ই-কমার্স সাইট অ্যামাজন থেকে এবার বিরাট ডিসকাউন্টে কিনতে পারবেন আইফোন 14।

Advertisment

iPhone 16 লঞ্চ হওয়ার পর iPhone 14 মডেলের দাম কমেছে হুহু করে। Amazon থেকে এখন iPhone 14-এর 128GB ভেরিয়েন্ট এবং 256GB ভেরিয়েন্টের উপর পান বিরাট ডিসকাউন্ট।  

Flipkart এবং Amazon দিচ্ছে iPhone 14-এর উপর বিরাট ছাড়।  iPhone 14 128GB ভেরিয়েন্টের উপর রয়েছে 31% ছাড় । এই অফারের অধীনে আপনি  মাত্র 54,900 টাকায় iPhone 14 কিনতে পারবেন।

আপনি যদি iPhone 14 256GB ভেরিয়েন্ট কেনেন, তাহলে আমরা আপনি পাবেন 28% ছাড়। ছাড়ের পর আপনি  মাত্র 64,900 টাকায় iPhone 14 256GB ভেরিয়েন্ট মডেলটি কিনতে পারবেন।

Advertisment

Amazon গ্রাহকদের iPhone 14-এর উভয় ভেরিয়েন্টে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের উপর দিচ্ছে 2000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড়।  আপনি আপনার পুরানো স্মার্টফোন বিনিময় করে অতিরিক্ত সঞ্চয় করতে পারেন। কোম্পানি গ্রাহকদের পুরনো ফোনের উপর দিচ্ছে 27,950 টাকা পর্যন্ত এক্সচেঞ্জের সুযোগ। 

iPhone 14 এ রয়েছে একটি 6.1 ইঞ্চি ডিসপ্লে। এতে সুপার রেটিনা প্যানেল দিয়েছে সংস্থা। ডিসপ্লেটির রেজোলিউশন 2532x1170 পিক্সেল। এই স্মার্টফোনটি iOS 16 এ রান করে। আপনি এটিকে iOS 18 এ আপগ্রেড করতে পারেন। জল ধুলো বালি থেকে সুরক্ষার জন্য এতে রয়েছে  IP68 রেটিং ।

এতে রয়েছে  A15 Bionic চিপসেট।ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য, আপনি পিছনে একটি ডুয়াল ক্যামেরা পাবেন যার একটি 12+12 মেগাপিক্সেল সেন্সর রয়েছে।
সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে 12 মেগাপিক্সেল ক্যামেরা।
iPhone 14-এ আপনি 6GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ পাবেন।

iphone
Advertisment