scorecardresearch

Valentine’s Day অফার, নাম মাত্র দামে পান iPhone14

Valentine’s Day সেরা অফার, iPhone 14- মডেলে পান ৩০ হাজার টাকার ছাড়। এই অফারটি মিস করবেন না।

Valentine's Day, iPhone 14, iPhone 14 Plus, Apple iPhone Discount, iPhone 14 Plus Price cut, iPhone 14 Price cut,

Valentine’s Day সেরা অফার, iPhone 14- মডেলে পান ৩০ হাজার টাকার ছাড়। এই অফারটি মিস করবেন না। গত বছরের সেপ্টেম্বরে (2022), Apple iPhone 14 সিরিজে চারটি নতুন স্মার্টফোন লঞ্চ করে। আইফোন 14, আইফোন 14 প্লাস, আইফোন 14 প্রো এবং আইফোন 14 প্রো ম্যাক্স মডেল ইতিমধ্যেই বাজারে উপলব্ধ। এখন যেহেতু এই আইফোন মডেলগুলি লঞ্চের বেশ কয়েক মাস কেটে গেছে, এই মডেলের ওপর সংস্থা দিচ্ছে সেরা ছাড়।

Valentine’s Day উপলক্ষে থাকছে ৩০ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ। আপনিও যদি আপনার iPhone আপগ্রেড করার কথা ভেবে থাকেন অথবা Android থেকে iPhone এ স্যুইচ করতে চান, তাহলে iPhone 14 কেনার এটাই সেরা সময়। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে, iPhone 14 এবং iPhone 14 Plus মডেলে থাকছে ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফার।  

iPhone 14 ডিসকাউন্ট অফার

iPhone 14 এর 128 GB স্টোরেজ ভেরিয়েন্টটি ৭৯,৯০০ টাকায় লঞ্চ করা হয়েছিল। যেখানে iPhone 14-এর 256 GB এবং 512 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে ৮৯,৯০০ টাকা এবং ১,.০৯,৯০০ টাকা। অফার চলাকালীন iPhone 14 নিলে আপনি পাবেন ৬হাজার টাকার তাৎক্ষনিক ছাড়। এছাড়াও HDFC ব্যাঙ্কের কার্ডের ওপর ক্রয়ে থাকছে ৪হাজার ক্যাশব্যাক। ফোনটি আপনি পেয়ে যাবেন মাত্র ৬৯,৯০০ টাকায়।এছাড়াও আপনার পুরনো ফোন এক্সচেঞ্জের ওপর থাকছে ২০,০০০ টাকা পর্যন্ত ছাড়।  

iPhone 14 Plus ডিসকাউন্ট অফার

আইফোন 14 প্লাস সম্পর্কে কথা বললে, আইফোন 14 প্লাস, বর্তমান বাজার দর ৭৯,৯০০ টাকা। HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কেনার ওপর থাকছে ৭,০০০ টাকার তাৎক্ষনিক ছাড় এবং সঙ্গে থাকছে ৪,০০০ টাকার ক্যাশব্যাক। থাকছে Easy EMI-এর সুবিধাও। হ্যান্ডসেটটি আপনি অফার চলাকালীন পেয়ে যান মাত্র ৬৮,৯০০ টাকায়।

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Iphone 14 valentines day offer