iPhone 15 and 15 Pro discount: বছর শেষের ধামাকা, দাম কমল ১২ হাজার! আরও সস্তায় iPhone 15 এবং 15 Pro কেনার এক বিরাট সুযোগ। সঙ্গে রয়েছে এক্সচেঞ্জ অফার ও ব্যাঙ্ক ডিসকাউন্ট।
নতুন ফ্ল্যাগশিপ আইফোন কেনার প্ল্যানিং করছেন? সস্তায় iPhone 15 এবং 15 Pro কেনার এক বিরাট সুযোগ রয়েছে আপনার সামনে। বিভিন্ন প্ল্যাটফর্মে এই দুটি মডেলের উপর দেওয়া হচ্ছে বিরাট ছাড়।
আপনি যদি Flipkart- থেকে iPhone 15 কেনেন তাহলে আপনি পেয়ে যাবেন ১১,৪০১ টাকার ছাড়। ডিসকাউন্টের পর আপনি আইফোনের এই মডেলটি কিনতে পারবেন মাত্র ৫৮,৪৯৯ টাকাতে। এর পাশাপাশি Flipkart Axis Bank কার্ড ব্যবহার করে আপনি পেয়ে যান ৫ শতাংশের অতিরিক্ত ডিসকাউন্ট। অথবা HDFC ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে আপনি আরও ১০০০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারেন৷
আপনার কাছে থাকছে এক্সচেঞ্জের বিরাট সুযোগ। এত কিছু ছাড় এক সঙ্গে যোগ করলে আপনি ৫০ হাজারের কমে পেয়ে যেতে পারেন iPhone 15। এর পাশাপাশি iPhone 15 Pro আপনি ১২,৩১০ টাকার ছাড় পাচ্ছেন। এছাড়াও পাচ্ছেন নো-কস্ট ইএমআইয়ের সুযোগ।
iPhone 15 Pro তে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.1-ইঞ্চি ডিসপ্লে । 3,274mAh ব্যাটারি । হেক্সা-কোর Apple A17 Pro চিপসেট, 8GB RAM, ওয়্যারলেস চার্জিং । 48MP মেইন ক্যামেরা, 12MP আলট্রা ওয়াইড লেন্স, 12MP শ্যুটার সহ ট্রিপল রিয়ার ক্যামেরা, 12MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর