iPhone 15, iPhone 16 And iPhone 16 Plus Price Drop: পয়লা বৈশাখে আপনি কী লেটেস্ট আইফোন কেনার কথা চিন্তা করছেন? তাহলে এটাই সেরা সময়। এখন আইফোন ১৫, আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাসের মডেলের দাম হুহু করে কমেছে। ১৫ এপ্রিল পর্যন্ত বৈধ এই অফারে আপনি প্রিমিয়াম মডেলগুলিতে পেয়ে যাবেন বিরাট ছাড়। সেই সঙ্গে পেয়ে যাবেন ব্যাংক ডিসকাউন্টও।
২০২৩ সালে ৭৯,৯০০ টাকায় লঞ্চ হওয়া আইফোন ১৫ কিনতে চাইলে এখন পেয়ে যাবেন ১৭,০০০ টাকার ফ্ল্যাট ছাড়। অর্থাৎ আপনি ৬২,৯০০ টাকাতেই পেয়ে যাবেন আইফোন ১ । অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডে পেমেন্টে আপনি পেয়ে যাবেন অতিরিক্ত ৩,০০০ টাকার ছাড়। ফলে আপনি মাত্র ৫৯,৯০০ টাকাতে কিনতে পারবেন সাধের এই আইফোন।
আইফোন ১৫-তে রয়েছে ৬.১-ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে এবং ডায়নামিক আইল্যান্ড নচ। পাশাপাশি এই মডেলে আপনি পেয়ে যাবেন A16 বায়োনিক চিপ। আইফোন ১৫ তে আপনি পেয়ে যাবেন 2x অপটিক্যাল জুম সহ একটি 48MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 12MP আল্ট্রা-ওয়াইড সেন্সর। ডিভাইসটিতে রয়েছে USB-C চার্জিং সাপোর্টও।
iPhone 16, iPhone 16 Plus- এ ছাড়
নতুন লঞ্চ হওয়া iPhone 16, যার দাম মূলত ৭৯,৯০০ টাকা, এখন iNvent-এ ৭০,৫০০ টাকায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনি পেয়ে যাচ্ছেন ৯,৪০০ টাকার ফ্ল্যাট ছাড়। ব্যাঙ্ক অফারের পর আপনি এই মডেলটি ৬৬,৫০০ টাকায় কিনতে পারবেন।
৮৯,৯০০ টাকায় লঞ্চ হওয়া iPhone 16 Plus এখন পেয়ে যাবেন ৮০,৫০০ টাকায়। ৪হাজার টাকার ব্যাঙ্ক অফারের সাথে, আপনি এখন মাত্র ৭৬,৫০০ টাকায় পেয়ে যান iPhone 16 Plus
iPhone 16 এবং 16 Plus উভয় মডেলেই রয়েছে শক্তিশালী A18 চিপসেট। যাতে রয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার্স। আইফোন ১৬-তে ৬.১ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে প্লাস মডেলটি ৬.৭ ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে রয়েছে। ক্যামেরা কন্ট্রোল বাটন এবং ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ফিচার্স রয়েছে দুটি মডেলেই ।