Advertisment

iPhone 15: শুরু iPhone 16-র কাউন্টডাউন, ঝড়ের বেগে দাম কমল iPhone 15-র

iPhone 15: iPhone 16 লঞ্চের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আগামী সেপ্টেম্বরেই লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত iPhone 16, তবে তার আগে সস্তায় কিনতে পারেন iPhone 15। Flipkart আপনার জন্য নিয়ে এসেছে এক আকর্ষণীয় ডিল। এখন বাম্পার ডিসকাউন্টে কিনুন iPhone 15

author-image
IE Bangla Tech Desk
New Update
flipkart deal on iphone 15

iPhone 15:  iPhone 16 লঞ্চের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আগামী সেপ্টেম্বরেই লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত iPhone 16, তবে তার আগে সস্তায় কিনতে পারেন iPhone 15। Flipkart আপনার জন্য নিয়ে এসেছে এক আকর্ষণীয় ডিল। এখন বাম্পার ডিসকাউন্টে কিনুন iPhone 15 

Advertisment



iPhone 15-র আসল দাম 79,900 টাকা এবং আপনি অফার উপলক্ষ্যে পাবেন 17% ছাড়। মাত্র 65,999 টাকায় কিনতে পারবেন iPhone 15 । এছাড়া রয়েছে ব্যাঙ্ক অফার। এক্সচেঞ্জ অফারের অধীনে আপনি পাবেন আলাদা ডিসকাউন্ট। আপনি যদি পুরানো ফোন Flipkart-এক্সচেঞ্জ করেন, তাহলে আপনি পেতে পারেন 39,600 টাকা ছাড়। সমস্ত অফারের সুবিধা নিলে আপনি মাত্র 26 হাজার টাকায় কিনতে পারেন iPhone 15 ।



কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে এক বছরের ওয়ারেন্টি। এক্সেসরিজ এর উপর পাবেন   ৬ মাসের ওয়ারেন্টি। ফোনটিতে রয়েছে 128 জিবি স্টোরেজ, 6.1 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। যার প্রাইমারি ক্যামেরা 48MP ফ্রন্ট ক্যামেরা 12MP, iPhone 15 তে A16 Bionic Chip রয়েছে।  

apple iPhone Flipkart sale
Advertisment