Advertisment

iPhone 16 Discount Offer: উৎসবে দেশবাসীকে বড় উপহার আম্বানির, ১৩ হাজারেই ঘরে আনুন iPhone 16

iPhone 16 Discount Offer: iPhone 16 সিরিজটি ৯ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে লঞ্চ হয়েছিল। বর্তমানে রিলায়েন্স ডিজিটালে iPhone 16 সিরিজের উপর রয়েছে বড়সড় ছাড়।

author-image
IE Bangla Tech Desk
New Update
Iphone 16 offer

উৎসবে আম্বানির বড় উপহার! মাত্র ১৩ হাজারেই কিনুন iPhone 16

iPhone 16 Discount Offer: iPhone 16 সিরিজটি 9 সেপ্টেম্বর বিশ্ব জুড়ে লঞ্চ হয়েছিল। বর্তমানে রিলায়েন্স ডিজিটালে iPhone 16 সিরিজের উপর রয়েছে বড়সড় ছাড়। 

Advertisment

আপনিও কী উৎসবের মরসুমে iPhone 16 কিনতে চাইছেন? তাহলে রিলায়েন্স ডিজিটাল আপনার জন্য নিয়ে এসেছে সস্তায় iPhone 16 কেনার এক দারুণ সুযোগ। উৎসবের মরসুমে আপনি Reliance Digital-এ কম দামে iPhone 16 পাবেন। এছাড়াও, আপনি ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং N0- কস্ট EMI এর সুবিধাও https://bengali.indianexpress.com/technology/after-delhi-mumbai-apple-to-open-4-more-retail-stores-in-india-7242525পাবেন। আসুন,জেনে নিই অফার সম্পর্কে বিস্তারিত।

তুঙ্গে চাহিদা! আরও চারটি অ্যাপল স্টোর খুলছে দেশে

আইফোন 16 সিরিজটি 9  সেপ্টেম্বর বিশ্বব্যাপী লঞ্চ হয়। যদিও iPhone 16 128GB ভেরিয়েন্টের দাম 79,900 টাকা, কিন্তু Reliance Digital আপনাকে দিচ্ছে 5 হাজার টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট।

iPhone 16 নো-কস্ট ইএমআই বিকল্প

আপনার যদি আইসিআইসিআই, এসবিআই, কোটাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি তা ব্যবহার করে 5,000 টাকার তাত্ক্ষণিক ছাড় পেতে পারেন। ছাড়ের পর আপনি iPhone 16 128GB ভেরিয়েন্টটি কিনতে  পারবেন  74,900 টাকায়। এছাড়াও, নো-কস্ট ইএমআই অপশননের সুবিধাও পাবেন। নো কস্ট ইএমআই-এর সুবিধা নিলে আপনাকে  6 মাসের জন্য প্রতি মাসে 12,483 টাকা দিতে হবে।

jio-র দিওয়ালি ধামাকা অফার! ২০০ টাকার কমে পান অফুরন্ত ডেটা, কলিংয়ের সুবিধা

iPhone 16 এর বিশেষ ফিচার্স 

iPhone 16 Plus-এ, রয়েছে 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে,  Apple A18 চিপসেট।  ফোনটি iOS 18 ভিত্তিক সফটওয়্যারে চলে। এই ফোনটি 128GB, 256GB এবং 512GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। অ্যাকশন বাটন, অ্যাপল ইন্টেলিজেন্স এবং ক্যামেরা কন্ট্রোল বাটনের মতো অনেক বিশেষ ফিচার দেওয়া হয়েছে এই ফোনে। কোম্পানি এই ফোনটি মোট 5টি রঙে লঞ্চ করেছে । ফোনটিতে Li-ion, MagSafe, Qi2, Qi ওয়্যারলেস চার্জিং এবং USB Type-C ওয়্যারড  চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। 

iPhone 16
Advertisment