Advertisment

iPhone 16 Discount Offer: বিরাট সুখবর! iPhone 16 Proতে ৬৩ হাজারের ছাড়, কীভাবে পাবেন এই সুবিধা?

iPhone 16 Discount Offer: ফ্লিপকার্ট এবং অ্যামাজন উভয় প্ল্যাটফর্ম'ই দিচ্ছে iPhone 16 Pro 256GB ভেরিয়েন্টটিতে বিরাট ডিসকাউন্ট। ছাড়ের পর আপনি নামমাত্র দামে এই প্রিমিয়াম স্মার্টফোনটি কিনতে পারেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
iPhone 16 pro 256gb

বিরাট সুখবর! iPhone 16 Proতে ৬৩ হাজারের ছাড়, কীভাবে পাবেন এই সুবিধা? Photograph: (ফাইল ছবি)

iPhone 16 Discount Offer: আপনার জন্য রয়েছে বিরাট সুখবর! যদি আপনি কম দামে  আইফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে iPhone 16 Pro 256GB ভেরিয়েন্টটি আপনি পেতে পারেন বিরাট ডিসকাউন্টে।   ফ্লিপকার্ট এবং অ্যামাজন উভয় প্ল্যাটফর্ম'ই দিচ্ছে iPhone 16 Pro 256GB ভেরিয়েন্টটিতে বিরাট ডিসকাউন্ট। ছাড়ের পর আপনি নামমাত্র দামে  এই প্রিমিয়াম স্মার্টফোনটি কিনতে পারেন। এক্সচেঞ্জ অফারের অধীনে আপনি আরও কম দামে কিনতে পারেন iPhone 16 Pro 256GB ভেরিয়েন্টটি। এছাড়াও, নির্দিষ্ট ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্টে পাবেন তাৎক্ষণিক ছাড়। 

Advertisment

Amazon থেকে সস্তায় iPhone 16 Pro কেনার সুযোগ

আইফোন ১৬ প্রো ২৫৬ জিবি বর্তমানে অ্যামাজনে ১,২৯,৯০০ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে । আইফোন ১৬ প্রো ২৫৬ জিবি মডেলে অ্যামাজন দিচ্ছে ৫% ছাড়।  এই মুহূর্তে আপনি আইফোনের এই মডেলটি ১,২২,৯০০ টাকায় ফ্ল্যাট ডিসকাউন্টে কিনতে পারবেন। অ্যামাজন গ্রাহকদের নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক কার্ডে ৩০০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড় দিচ্ছে। যদি আপনার বাজেট কম হয়, তাহলে আপনার কাছে EMI-তে এই ফোনটি কেনার বিকল্পও রয়েছে। মাত্র ৫,৫৩৭ টাকার মাসিক ইএমআইতে আপনি আইফোন ১৬ প্রো ২৫৬ জিবি কিনতে পারবেন। অ্যামাজন গ্রাহকদের আইফোন ১৬ প্রো কেনার উপর ৫৩,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বেনিফিটের সুবিধা দিচ্ছে । যদি আপনি সবকটি অফারের সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনি  আইফোন ১৬ প্রো ২৫৬ জিবি মডেলে ৬৩,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।  

ফ্লিপকার্ট অফার

Advertisment

আইফোন ১৬ প্রো ২৫৬ জিবিও ফ্লিপকার্টে ১,২৯,৯০০ টাকা দামে তালিকাভুক্ত। এই প্ল্যাটফর্মেও আপনি পেয়ে যান  ৫% ছাড় দেওয়া হচ্ছে। অফারের পর, আপনি মাত্র ১,২২,৯০০ টাকায় এই আইফোনটি কিনতে পারবেন এবং সরাসরি ৭০০০ টাকা সাশ্রয় পাবেন। Flipkart Axis Bank ক্রেডিট কার্ডে আপনি ৫% ক্যাশব্যাক পাবেন। এছাড়াও, আপনি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৩০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। ফ্লিপকার্টও গ্রাহকদের দিচ্ছে দারুণ এক্সচেঞ্জ বেনিফিট। আপনি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করলে পেয়ে যান ৪১,১৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু। 

আইফোন ১৬ প্রো-তে টাইটানিয়াম বডি সহ গ্লাস ব্যাক প্যানেল ডিজাইন রয়েছে, পাশাপাশি এই মডেলে রয়েছে IP68 রেটিং।  এই স্মার্টফোনটিতে আপনি LTPO সুপার রেটিনা XDR প্যানেল সহ একটি শক্তিশালী 6.3-ইঞ্চি ডিসপ্লে পাবেন। পারফরম্যান্সের জন্য, কোম্পানি এতে Apple A18 Pro চিপসেট দিয়েছে ।আপনি ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ পাবেন। ফটোগ্রাফির জন্য, আপনি পাবেন একটি ট্রিপল ক্যামেরা সেটআপ। যাতে ৪৮ + ১২ + ৪৮ মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ১২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটিতে রয়েছে 3582mAh ব্যাটারি রয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট।

iPhone 16
Advertisment