iPhone 16 Pro Discount Price: বিরাট ডিসকাউন্ট! হাজার হাজার ছাড়ে কিনুন iphone 16 pro

iPhone 16 Pro Price Drop: আপনি যদি অ্যাপলের আইফোন ১৬ প্রো কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ অফার। অ্যামাজনে আপনাকে আইফোনের এই মডেলের উপর দিচ্ছে হাজার হাজার ডিসকাউন্ট।

author-image
IE Bangla Tech Desk
New Update
iphone 16 pro on discount

অ্যামাজনে আপনাকে আইফোনের এই মডেলের উপর দিচ্ছে হাজার হাজার ডিসকাউন্ট। Photograph: (ফাইল ছবি)

iPhone 16 Pro Price Drop:  আপনি যদি অ্যাপলের আইফোন ১৬ প্রো কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ অফার। অ্যামাজনে আপনাকে আইফোনের এই মডেলের উপর দিচ্ছে হাজার হাজার ডিসকাউন্ট। পাশাপাশি আপনি পাবেন ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ বেনিফিটও। 

Advertisment

আইফোন ১৬ প্রো অফার

আইফোন ১৬ প্রো-এর ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি অ্যামাজনে ১,১২,৯০০ টাকায় তালিকাভুক্ত। ব্যাংক অফারের কথা বলতে গেলে, SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৩০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। যাবে, যার পরে আপনি মাত্র ১,০৯,৯০০ টাকায় আইফোনের মডেলটি কিনতে পারবেন। এক্সচেঞ্জ অফারের অধীনে আপনি পাবেন ২৭,৩৫০ টাকার এক্সচেঞ্জ ভ্যালু। এক্সচেঞ্জ অফার ফোনের কন্ডিশন এবং মডেলের উপর নির্ভর করছে। 

আইফোন ১৬ প্রো স্পেসিফিকেশন

Advertisment

আইফোন ১৬ প্রো-তে ৬.৩ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ২০০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনে রয়েছে। এই মডেলে রয়েছে  iPhone A18 Pro চিপসেট।  ধুলো এবং জলের বিরুদ্ধে সুরক্ষার জন্য ফোনটিতে রয়েছে  IP68 রেটিং। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, আইফোনের পিছনে রয়েছে একটি ৪৮-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা যার কোয়াড পিক্সেল সেন্সর এবং একটি ১২-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল টেট্রাপ্রিজম পেরিস্কোপ লেন্স। সামনে, f/1.9 অ্যাপারচার সহ একটি 12-মেগাপিক্সেল TrueDepth ক্যামেরা রয়েছে।

iPhone 16