/indian-express-bangla/media/media_files/ZwiYtexgLgPoWMsEiNU7.jpg)
আইফোন কিনতে 'মরিয়া'মানুষ
iphone 16 series: আইফোন কিনতে 'মরিয়া', ভিড় উপচে পড়ছে অ্যাপল স্টোরে! শুরু হয়েছে নতুন iPhone 16-সিরিজের বিক্রি। আইফোনপ্রেমীদের মধ্যে উৎসাহ যেন আকাশছোঁয়া। নতুন iPhone 16-সিরিজ কিনতে অ্যাপল স্টোরে ভিড় যেন উপচে পড়ছে। 'অ্যাপল স্টোর' খোলার আগেই লম্বা লাইন চোখে পড়েছে। ঘন্টার পর ঘন্টা হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন নতুন iPhone 16-সিরিজ কেনার জন্য।
মাইলেজ, ফিচার্স নজরকাড়া, কোন স্কুটার 'বেস্ট' আপনার জন্য?
হয়তো এর আগে কোনো ফোনের জন্য এতটা ক্রেজ চোখে পড়েনি। নতুন আইফোন iPhone 16 কিনতে অ্যাপল স্টোরে মানুষের ঢল। সকাল থেকে ভারতের প্রায় সমস্ত অ্যাপলের স্টোরের সামনে মানুষের দীর্ঘ লাইন চোখে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিড়ের সেই ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে। এক্স প্ল্যাটফর্মে অ্যাপল স্টোরের সামনে জনসমুদ্রের ভিডিও শেয়ারও করেছেন কেউ কেউ। আইফোন-১৬ সিরিজ বাজারে আসার পর থেকেই অ্যাপল প্রেমীরা এটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। শুধু তাই নয়, X প্ল্যাটফর্মে iPhone 16-এর হ্যাশট্যাগও ট্রেন্ড করছে।
#WATCH | Maharashtra: A huge crowd gathered outside Apple store at Mumbai's BKC - India's first Apple store.
— ANI (@ANI) September 20, 2024
Apple's iPhone 16 series to go on sale in India from today. pic.twitter.com/RbmfFrR4pI
iPhone 16 সিরিজের দাম
iPhone 16-এর বেস ভেরিয়েন্ট 128GB স্টোরেজ মডেলের দাম শুরু 79,900 টাকা থেকে। আপনি যদি এর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট কেনেন তাহলে আপনাকে 89,900 টাকা মূল্য দিতে হবে। এছাড়াও, 512GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে আপনাকে 1,09,900 টাকার বাজেট প্রস্তুত করতে হবে। আপনিও যদি আইফোন কিনতে চান, তবে আপনি এটি অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট, ই-কমার্স প্ল্যাটফর্ম - অ্যামাজন, ফ্লিপকার্ট এবং বিজয় বিক্রয় ইত্যাদি থেকে কিনতে পারেন। iPhone 16 সিরিজও রিটেল আউটলেট থেকেও কেনা যাবে।
সামান্য পদ্ধতিতেই 'চাঙ্গা' রাখুন এসি মেশিন, এই 'ভুল' কখনও করবেন না