iPhone 17 Air: সবচেয়ে পাতলা, মনমাতানো ডিজাইনের সঙ্গে পান লেটেস্ট ফিচার্স, কবে লঞ্চ iPhone 17 Air?

iPhone 17 Air Launch Date: অ্যাপলের আসন্ন ফোন আইফোন ১৭ এয়ারের লঞ্চের তারিখ সামনে এনেছে। এটি হতে চলেছে চলতি বছর লঞ্চ হওয়া অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন।

iPhone 17 Air Launch Date: অ্যাপলের আসন্ন ফোন আইফোন ১৭ এয়ারের লঞ্চের তারিখ সামনে এনেছে। এটি হতে চলেছে চলতি বছর লঞ্চ হওয়া অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন।

author-image
IE Bangla Tech Desk
New Update
iPhone 17 Air

অ্যাপলের সবচেয়ে পাতলা ফোন, সামনে এল লঞ্চের দিনক্ষণ।

iPhone 17 Air Feature and Specification:অ্যাপলের সবচেয়ে পাতলা ফোন, সামনে এল লঞ্চের দিনক্ষণ। 

Advertisment

অ্যাপলের আসন্ন ফোন আইফোন ১৭ এয়ারের লঞ্চের তারিখ সামনে এনেছে। এটি হতে চলেছে চলতি বছর লঞ্চ হওয়া অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন। লঞ্চের তারিখ সামনে আসার সাথে সাথে আইফোনের একাধিক ফিচার্সও সামনে এসেছে। 

টেক জায়ান্ট অ্যাপল এ বছর তাদের সবচেয়ে পাতলা আইফোন বাজারে আনতে চলেছে। অ্যাপল আইফোন ১৭ এয়ার নামে এই বাজারে এটি চালু করতে পারে। 
 iPhone 17 Air হতে পারে কোম্পানির সর্বকালের সবচেয়ে পাতলা আইফোন। এটি অন্যান্য আইফোনের তুলনায় ওজনেও অনেক হালকা।

আইফোন ১৬ সিরিজটি গত বছরের সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। প্রতি বছরের মতো এবারও কোম্পানি সেপ্টেম্বর-অক্টোবর মাসে তাদের নতুন আইফোন সিরিজ অর্থাৎ আইফোন ১৭ লঞ্চ করতে পারে। এবার সিরিজে একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে যে সিরিজের প্লাস মডেলের জায়গায় iPhone 17 Air লঞ্চ করা হতে পারে। কোম্পানি ১৮ বা ১৯ সেপ্টেম্বর আইফোন ১৭ লঞ্চ করতে পারে।

Advertisment

আইফোন ১৭ লঞ্চ হতে এখনও বেশ দেরি, কিন্তু বাজারে এই আইফোন নিয়ে প্রচণ্ড উন্মাদনা তৈরি হয়েছে । বর্তমানে, কোম্পানি এর দাম সম্পর্কে কোনও ইঙ্গিত দেয়নি, তবে যদি ফাঁস হওয়া তথ্য বিশ্বাস করা হয়, তবে এটি বাজারে প্রায় ৯০ হাজার টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ করা হতে পারে।  

বর্তমান আইফোনের তুলনায় আইফোন ১৭ এয়ারে অনেক নতুন ফিচার্স দেখা যাবে বলেই গুজব। কোম্পানি এটি সিলিকন কার্বন ব্যাটারির সাথে চালু করতে পারে। ডিসপ্লের আকারের কথা বলতে গেলে, এতে ৬.৬ ইঞ্চির AMOLED ডিসপ্লে প্যানেল থাকতে পারে। যদি ফাঁস হয়েছে তা বিশ্বাস করা যায়, তাহলে এতে একটি মাত্র ক্যামেরা সেটআপ থাকতে পারে যার মধ্যে একটি ৪৮-মেগাপিক্সেল সেন্সর থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। অ্যাপল এটি A19 বায়োনিক চিপসেটের সাথে লঞ্চ করতে পারে।

iphone