iPhone 17 Pro vs iPhone 17 Pro Max: দাম, ক্যামেরা, ফিচার থেকে ডিসপ্লে, কী কী তফাৎ রয়েছে iPhone 17 Pro সঙ্গে 17 Pro Max-এর, কোনটি কেনা লাভজনক?

iPhone 17 Pro vs iPhone 17 Pro Max: অ্যাপল সম্প্রতি তাদের বহু প্রতীক্ষিত iPhone 17 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে চারটি মডেল— iPhone 17, iPhone Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max— বাজারে এসেছে।

iPhone 17 Pro vs iPhone 17 Pro Max: অ্যাপল সম্প্রতি তাদের বহু প্রতীক্ষিত iPhone 17 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে চারটি মডেল— iPhone 17, iPhone Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max— বাজারে এসেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
iPhone 17 Pro Vs iPhone 17 Pro Max:

দাম ক্যামেরা, ফিচার থেকে ডিসপ্লে, কী কী তফাৎ রয়েছে iPhone 17 Pro সঙ্গে 17 Pro Max-এর

iPhone 17 Pro vs iPhone 17 Pro Max: অ্যাপল সম্প্রতি তাদের বহু প্রতীক্ষিত iPhone 17 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে চারটি মডেল— iPhone 17, iPhone Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max— বাজারে এসেছে। পাশাপাশি সংস্থাটি নতুন AirPods Pro 3, Watch Series 11, Watch SE 3 এবং Watch Ultra 3-ও লঞ্চ করেছে। তবে গ্রাহকদের সবচেয়ে বড় কৌতূহল দুটি প্রিমিয়াম মডেল iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max-নিয়ে। এই দুটি মডেলের মধ্যে কী কী তফাৎ রয়েছে দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে।

Advertisment

ডিজাইন ও ডিসপ্লে
 iPhone 17 Pro-তে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, আর Pro Max মডেলে রয়েছে ৬.৯ ইঞ্চি বড় স্ক্রিন। উভয় ফোনেই আছে ProMotion (১Hz-১২০Hz রিফ্রেশ রেট), নতুন Ceramic Shield 2, এবং সর্বোচ্চ ৩,০০০ নিটস ব্রাইটনেস। ফলে সূর্যের আলোতেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়। Pro-এর ওজন ২০৬ গ্রাম, আর Pro Max কিছুটা ভারী, ২৩৩ গ্রাম।

পারফরম্যান্স ও ব্যাটারি
দুটিই চলে নতুন A19 Pro চিপসেট-এ, যার তাপ নিয়ন্ত্রণ আরও উন্নত। আগের প্রজন্মের তুলনায় প্রায় ৪০% বেশি স্থায়ী পারফরম্যান্স দিতে সক্ষম। iPhone 17 Pro-তে স্টোরেজের বিকল্প রয়েছে ২৫৬GB, ৫১২GB এবং ১TB, আর Pro Max-এ রয়েছে অতিরিক্ত ২TB ভ্যারিয়েন্ট। ব্যাটারির দিক থেকে Pro মডেল একবার চার্জে ৩৩ ঘণ্টা ভিডিও প্লেব্যাক, আর Pro Max টিকে যায় প্রায় ৩৯ ঘণ্টা পর্যন্ত। দুটি ফোনেই N1 চিপ রয়েছে, যা Wi-Fi 7, Bluetooth 6 এবং Thread স্মার্ট হোম কানেকশন সমর্থন করে। সঙ্গে থাকছে iOS 26 এবং নতুন Apple Intelligence AI ফিচার।

Advertisment

ক্যামেরা সিস্টেম
দুটিই এসেছে ৪৮ মেগাপিক্সেল মেইন সেন্সর নিয়ে, যা কম আলোতেও উন্নত ছবি তুলতে পারে। টেলিফটো লেন্সে রয়েছে সর্বোচ্চ ৮x অপটিক্যাল-কোয়ালিটি জুম। ভিডিও রেকর্ডিং এখন সম্ভব ৮K রেজোলিউশনে। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে Centre Stage Wide Camera, যা সেলফি ও ভিডিও কলিং অভিজ্ঞতা আরও ভালো করবে।

দাম ও প্রাপ্যতা
ভারতে iPhone 17 Pro-এর দাম শুরু হচ্ছে 1,34,490টাকা থেকে, আর Pro Max-এর দাম শুরু হচ্ছে1,49,900 টাকা থেকে । প্রি-অর্ডার শুরু হবে ১২ সেপ্টেম্বর, আর বিক্রি শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।

কোনটি কিনবেন?
যদি হালকা ও ছোট ফোন চান, যেটি ব্যবহার করা সহজ, তাহলে iPhone 17 Pro  উপযুক্ত। অন্যদিকে, যদি বড় স্ক্রিনে ভিডিও ও গেমিং উপভোগ করতে চান এবং দীর্ঘ ব্যাটারি লাইফ চান তাহলে iPhone 17 Pro Max হবে সেরা বিকল্প। দুটোতেই একই রকম ক্যামেরা ও পারফরম্যান্স থাকলেও সিদ্ধান্ত নিতে হবে মূলত স্ক্রিন সাইজ, ওজন ও ব্যাটারির পার্থক্যকে সামনে রেখে।

আরও পড়ুন- আইফোন ১৭, আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম ভারতে কত? দেখুন একঝলকে

iPhone 17 series