ক্রেতাদের দীর্ঘ লাইন, তুঙ্গে উন্মাদনা! আইফোনের জনপ্রিয়তায় অনেক এগিয়ে ভারত

দুর্গাপুজোর আগেই হাতে চাই নতুন আইফোন? আপনার জন্য রয়েছে ব্রেকিং আপডেট। অ্যাপল আইফোন ১৭ সিরিজের বিক্রি আজ শুক্রবার থেকেই শুরু হতে চলেছে।

দুর্গাপুজোর আগেই হাতে চাই নতুন আইফোন? আপনার জন্য রয়েছে ব্রেকিং আপডেট। অ্যাপল আইফোন ১৭ সিরিজের বিক্রি আজ শুক্রবার থেকেই শুরু হতে চলেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

অপেক্ষার অবসান! আজ থেকে শুরু আইফোন ১৭ সিরিজের বিক্রি, সাড়া ফেলা অফার

অপেক্ষার অবসান! আজ থেকে শুরু আইফোন ১৭ সিরিজের বিক্রি। 

iPhone 17 vs iPhone Air vs iPhone 17 Pro: আইফোন ১৭ সিরিজে বাম্পার অফার, জানুন কোনটি আপনার জন্য বাজেট-ফিচারে সবচেয়ে সেরা?

Advertisment

দুর্গাপুজোর আগেই হাতে চাই নতুন আইফোন? আপনার জন্য রয়েছে ব্রেকিং আপডেট। অ্যাপল আইফোন ১৭ সিরিজের বিক্রি আজ শুক্রবার থেকেই শুরু হতে চলেছে। গত ৯ সেপ্টেম্বর লঞ্চ হওয়া এই নতুন লাইনআপে রয়েছে চারটি মডেল— iPhone 17, iPhone Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। ইতিমধ্যেই ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হয়েছিল, আর আজ থেকে গ্রাহকদের হাতে পৌঁছাতে শুরু করেছে আইফোনের মডেলগুলি। নতুন ফিচার ও একাধিক আপগ্রেড সহ এই সিরিজ নিয়ে এসেছে অ্যাপল। এবার দেখে নেওয়া যাক, ভারতের তুলনায় কোন কোন দেশে আইফোন ১৭ মডেল সস্তায় পাওয়া যাচ্ছে।

iPhone 17 Series: Apple এর এখন পর্যন্ত সবচেয়ে পাতলা iPhone, পান আরও মসৃণ অভিজ্ঞতা, ডিজাইন নজর কাড়বে

Advertisment

ভারতে iPhone 17 সিরিজের দাম শুরু হচ্ছে 82,900 টাকা  থেকে। iPhone 17 এর 256GB ভেরিয়েন্টের দাম 82,900 টাকা। iPhone Air মডেলের দাম 119,900 টাকা।  iPhone 17 Pro মডেলের দাম 134,900 টাকা। iPhone 17 Pro Max মডেলের দাম 149,900 টাকা থেকে শুরু।

তবে ভারতের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া এবং চিনে আইফোনের দাম উল্লেখযোগ্যভাবে কম। মার্কিন যুক্তরাষ্ট্রে iPhone 17 এর দাম 66,796 টাকা, Air মডেলের দাম 83,400টাকা, Pro মডেলের দাম 91,900 টাকা। Pro Max মডেলের দাম 99,900 টাকা। দুবাইতে দাম আরও কম iPhone 17 পাওয়া যাবে মাত্র 62,882 টাকায়।  Air মিলবে 74,800টাকায়।  Pro মডেল পাওয়া যাবে 91,000টাকায় এবং Pro Max পাওয়া যাবে 99,800 টাকায়।

iPhone 17 Series: আইফোন ১৭, আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম ভারতে কত? দেখুন একঝলকে

কানাডায় iPhone 17 কিনতে খরচ হবে 77,110 টাকা, Air মডেলের দাম 98,100টাকা, Pro মডেলের দাম 1,08,300 টাকা  এবং Pro Max মডেলের দাম 1,18,800টাকা। অস্ট্রেলিয়ায় iPhone 17 এর দাম 74,287 টাকা, Air মডেলের দাম 95,600টাকা, Pro মডেলের দাম 1,06,100টাকা এবং Pro Max মডেলের দাম 1,16,200 টাকা। চিনেও তুলনামূলকভাবে দাম কম— iPhone 17 পাওয়া যাচ্ছে 79,786 টাকা থেকে, Air মডেলের দাম  1,06,400 টাকা, Pro মডেলের দাম 1,19,700 টাকা এবং Pro Max পাওয়া যাচ্ছে 1,33,000 টাকায়।

iphone 17 Series Launch: GST কমার ফলে ভারতের বাজারে কতটা সস্তা হবে iPhone ১৭ সিরিজ? জানলে চমকে যাবেন

সব মিলিয়ে বলা যায়, ভারতে আইফোন ১৭ সিরিজের দাম তুলনামূলক বেশি হলেও বিদেশ ভ্রমণকারীদের জন্য যুক্তরাষ্ট্র, দুবাই বা কানাডা থেকে এই ফোন কেনা অনেকটা সাশ্রয়ী হবে।

আজ (১৯ সেপ্টেম্বর) দিল্লি ও মুম্বইয়ে আইফোন ১৭ লাইনআপের বিক্রি ঘিরে বিরাট উন্মাদনা। নতুন মডেলগুলি হাতে পেতে দোকান খোলার আগে থেকেই ভিড় জমাতে শুরু করেন অ্যাপলপ্রেমীরা। সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ক্লান্ত হননি তারা। সম্প্রতি অ্যাপল বাজারে এনেছে iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Max এবং একেবারে নতুন মডেল iPhone Air। দোকানের বাইরে দীর্ঘ লাইন, উত্তেজিত গ্রাহকদের ভিড় এবং বিক্রির শুরুতেই বিপুল সাড়া— সবই প্রমাণ করছে যে ভারতে আইফোনের জনপ্রিয়তা এখনও তুঙ্গে।

iPhone 17 series