New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/12/4bV8QK2KmkZ9CgrTOvuf.jpg)
মিডিয়া রিপোর্ট অনুসারে, লঞ্চের পরপরই এর প্রি-অর্ডার শুরু হতে পারে
মিডিয়া রিপোর্ট অনুসারে, লঞ্চের পরপরই এর প্রি-অর্ডার শুরু হতে পারে
Apple iPhone SE 4 Price and Feature : ১৮ বছর পর বড় পরিবর্তন আনতে চলেছে অ্যাপল, আইফোন থেকে চিরতরে মুছে যাবে এই ফিচার। অপেক্ষা আর মাত্র কিছু দিনের। লঞ্চ হতে চলেছে iPhone SE 4, মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে একেবারে নতুন লুকে লঞ্চ হবে অ্যাপেলের এই নয়া মডেল।
ট্রেন্ড বদলে নতুন ধাঁচে iPhone SE 4 লঞ্চ করতে চলেছে অ্যাপেল। কোম্পানি নয়া এই মডেলটি ফুল-স্ক্রিন ডিজাইনে লঞ্চ করবে এবং iPhone SE 4 এ টাচ আইডির পরিবর্তে ফেস আইডি ফিচার থাকবে বলেই রিপোর্ট অনুসারে জানা গিয়েছে। নতুন মডেলটিকে আইফোন ১৪-এর মতো আধুনিক লুক দেওয়া হতে পারে।
এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, iPhone 14 এবং iPhone 16 এর বৈশিষ্ট্যগুলি iPhone SE 4-তে পাওয়া যাবে। এই মডেলটিতে ৬.১ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে এবং ইউএসবি-সি পোর্ট থাকবে। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, এর পিছনে একটি 48MP সিঙ্গেল ক্যামেরা থাকবে।
পারফরম্যান্সের দিক থেকে, এটি আইফোন ১৬ এর সাথে প্রতিযোগিতা করবে। আইফোন ১৬-এর মতো, এতে কোম্পানির ফ্ল্যাগশিপ A18 চিপসেট থাকতে পারে এই মডেলে যা ৮ জিবি র্যামের সাথে পেয়ার করা থাকবে। ১২৮ জিবি ইন্টারনালস্টোরেজ এবং অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট থাকবে iPhone SE 4- মডেলে।
মিডিয়া রিপোর্ট অনুসারে, লঞ্চের পরপরই এর প্রি-অর্ডার শুরু হতে পারে এবং এর বিক্রি কয়েক দিনের মধ্যেই শুরু হবে। ধারণা করা হচ্ছে আইফোন এসই ৪ আনুষ্ঠানিক ভাবে ৪৯,৯০০ টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ হতে পারে।
রিপোর্ট অনুযায়ী, অ্যাপল আইফোন এসই ৪ প্রথমবারের মতো ফুল স্ক্রিন ডিজাইনের সাথে আসতে চলেছে। এতে ফিজিক্যাল টাচ আইডির পরিবর্তে ফেস আইডি দেওয়া হবে। এর ফলে, অ্যাপলের টাচ আইডি সহ নতুন ফোন পাওয়া বন্ধ হয়ে যাবে। এভাবে ১৮ বছর পর আইফোন থেকে টাচ আইডি ফিচারটি বন্ধ হতে চলেছে। চার্জিং পোর্টেও বড়সড় বদল আনতে চলেছে সংস্থা। আইফোন এসই ৪ মডেলে থাকতে পারে USB-C পোর্ট।