Vodafone Idea’s latest recharge plans: আজ থেকেই ক্রিকেট জ্বরে কাবু গোটা দেশ। আইপিএল শুরুর সঙ্গে সঙ্গেই দেশজুড়ে লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমীরা 'লাইভ অ্যাকশন' দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
চলতি বছর, আইপিএল ম্যাচগুলি একচেটিয়াভাবে জিও হটস্টারে স্ট্রিম করা হবে। টেলিকম কোম্পানিগুলি ক্রিকেট প্রেমীদের কথা মাথায় রেখে বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশন সহ বিশেষ রিচার্জ প্ল্যান চালু করছে। প্রতিযোগিতায় টিকে থাকতেএবার তেড়েফুঁড়ে আসরে নামল ভোডাফোন আইডিয়া (ভিআই)। সংস্থা তার তিনটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে যার মধ্যে একটিতে পাওয়া যাচ্ছে বিনামূল্যে জিও হটস্টারের সাবস্ক্রিপশন।আপনি যদি ক্রিকেট ভালোবাসেন এবং অতিরিক্ত ওটিটি খরচ ছাড়াই আপনার মোবাইল ফোনে আইপিএল ম্যাচ দেখতে চান, তাহলে এই ভিআই রিচার্জ প্ল্যানগুলি আপনার জন্য একেবারে সেরা।
ভিআই-এর তিনটি নতুন প্ল্যান বিনামূল্যে জিও হটস্টার সহ
ভিআই ২৩৯ টাকা, ৩৯৯ টাকা এবং ১০১ টাকা মূল্যের তিনটি রিচার্জ প্ল্যান চালু করেছে, প্রতিটিতে বিনামূল্যে জিও হটস্টার সাবস্ক্রিপশন রয়েছে। আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক প্ল্যানগুলি কী কী সুবিধা অফার করছে?
২৩৯ টাকার Vi রিচার্জ প্ল্যান
এই প্ল্যানটি ২৮ দিনের জন্য বৈধ।
প্রতিদিন ২GB হাই-স্পিড ডেটার সুবিধা পাবেন ইউজাররা।
সমস্ত নেটওয়ার্কে পাবেন সীমাহীন ফ্রি কলিংয়ের সুবিধা।
২৮ দিনের পুরো মেয়াদের জন্য ৩০০টি SMS পাবেন ইউজাররা।
OTT সুবিধার মধ্যে IPL স্ট্রিমিংয়ের জন্য একটি বিনামূল্যে Jio Hotstar সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত থাকবে
এই প্ল্যানটি সেই সকল ইউজারদের জন্য উপযুক্ত যাদের ব্রাউজিং, স্ট্রিমিংয়ের জন্য জন্য প্রতিদিন বেশি ডেটার প্রয়োজন।
৩৯৯ টাকার Vi রিচার্জ প্ল্যান
এই প্ল্যানটিও ২৮ দিনের জন্য বৈধ।
এই প্ল্যানে প্রতিদিন ২GB হাই-স্পিড ডেটার সুবিধা পাওয়া যাবে।
সমস্ত নেটওয়ার্কে সীমাহীন বিনামূল্যে কলিংয়ের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
পাশাপাশি পাবেন প্রতিদিন ১০০টি বিনামূল্যে SMS
বিনামূল্যে পাবেনJio Hotstar সাবস্ক্রিপশনের সুবিধা। ফলে এই প্ল্যানে আপনি বিনামূল্যে IPL ম্যাচগুলি দেখতে পাবেন।
১০১ টাকার Vi রিচার্জ প্ল্যান
এই প্ল্যানটি ৩০ দিনের জন্য বৈধ
এতে OTT সুবিধা রয়েছে: বিনামূল্যে Jio Hotstar সাবস্ক্রিপশন
এই প্ল্যানে ভয়েস কলিং বা ডেটা সুবিধা দিচ্ছে না সংস্থা।
এই সাশ্রয়ী মূল্যের প্ল্যানটি সেইসব ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত যারা শুধুমাত্র Jio Hotstar সাবস্ক্রিপশন নিতে চাইছেন।