Advertisment

দুর্দান্ত ফিচারের ফোন লঞ্চ করতে চলেছে ভিভো, অপেক্ষার চারদিন

ভিভোর প্রথম স্মার্টফোন যাতে পাওয়া যাবে ৮৬৫ স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ফাইভ জি সাপোর্ট করে এই ফোনে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফোন কেনার পরিকল্পনা থাকলে দিন চারেক অপেক্ষা করে যান। কারণ ২৫ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে নতুন ব্র্যান্ড, নাম iQOO3। ভিভোর সাব ব্র্যান্ড। যে যে ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া হচ্ছে এই ফোনে তা সম্প্রতি বাজার চলতি ফোনে নেই। সেরা কিছু ফিচার সহ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে iQOO3। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন।

Advertisment

ভিভোর প্রথম স্মার্টফোন যাতে পাওয়া যাবে ৮৬৫ স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ফাইভ জি সাপোর্ট করে এই ফোনে। ফোনের ইউএসপি ক্যামেরা ও লম্বা দৌড়ের ব্যাটারি।

ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে না এলেও কিছু টিজার সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, নজর কাড়া লুক iQOO3 ফোনের। যাতে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনের কভার কার্ভড। এখন প্রশ্ন ফোনটির দাম কত? মনে করা হচ্ছে ফোনটির দাম হতে পারে ৩০০০০ হাজার থেকে ৩৫০০০ এর মধ্যে।

vivo
Advertisment