iQOO লঞ্চ করতে চলেছে দুর্দান্ত একটি স্মার্টফোন। ইতিমধ্যেই আসন্ন ফোনের জন্য প্রি-বুকিং সম্পর্কে তথ্য দিয়েছে কোম্পানি। নয়া এই মডেলটি হল iQOO Neo 9 Pro
iQOO আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেছে যে এই আসন্ন ফোনটি ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় লঞ্চ হবে। ই-কমার্স সাইট Amazon এবং IQoo-এর অফিসিয়াল সাইট থেকে প্রি-বুক করা যাবে। ক্রেতারা আকর্ষণীয় অফার সহ এই ফোনটি বুক করতে পারবেন। ক্রেতারা মাত্র এক হাজার টাকায় ফোনটি প্রিবুকিং করতে পারবেন।
প্রি-বুকিং-য়ের উপর থাকছে অনেক ধরনের অফার। যার মধ্যে থাকছে ২ বছরের ওয়ারেন্টি। ফোনটিতে থাকছে Snapdragon 8 Gen 2 Soc চিপসেট। ফোনটিতে 12 GB RAM এবং 256 GB ইন্টারন্যাল স্টোরেজ সহ লঞ্চ করা হবে।
ফোনে রয়েছে 5,160 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 120w ফাস্ট চার্জিং সাপোর্ট। রয়েছে 50MP Sony IMX920 প্রাইমারি সেন্সর। লাল এবং কালো রঙে উপলব্ধ হবে এই স্মার্ট ফোনটি।