iQOO Z9s Pro: 50MP ক্যামেরার সঙ্গে 12GB RAM, iQOO Z9s Pro স্মার্টফোনে প্রথম বিক্রয় উপলক্ষ্যে তুঙ্গে উন্মাদনা। iQOO লঞ্চ করেছে Z9s এবং Z9s Pro মডেল। আজ ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে প্রো মডেলের প্রথম সেল অনুষ্ঠিত হতে চলেছে।
স্মার্টফোন নির্মাতা iQoo সম্প্রতি ভারতীয় বাজারে তাদের সর্বশেষ স্মার্টফোন Z9S Pro লঞ্চ করেছে। আজ এই স্মার্টফোনের প্রথম বিক্রি হতে চলেছে। সংস্থা তার সর্বশেষ সিরিজে iQOO Z9s এবং Pro মডেল লঞ্চ করেছে। আজ ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে প্রো মডেলের প্রথম সেল হতে চলেছে। কোম্পানি এই স্মার্টফোনে দিয়েছে সেরা ফিচার।
iQOO Z9s Pro ফিচার
আজ দুপুর ১২টা থেকে এই স্মার্টফোনের বিক্রি শুরু হতে চলেছে। একই সময়ে, প্রথম লঞ্চ উপলক্ষ্যে কোম্পানি তার গ্রাহকদের জন্য এনেছে বিরাট ডিসকাউন্ট। iQOO Z9s Pro-তে একটি 6.67 ইঞ্চি FHD+ কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। রয়েছে 120Hz রিফ্রেশ রেট। একই সময়ে, এর সর্বোচ্চ উজ্জ্বলতা 4,500 নিট।
কোম্পানি Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর সহ ফোনটি লঞ্চ করেছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 720 GPU রয়েছে। এই ফোনের ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বলতে গেলে, কোম্পানি OIS সহ 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা সহ একটি 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা প্রদান করেছে। সেলফির জন্য স্মার্টফোনটিতে একটি 16MP ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,500mAh-র শক্তিশালী ব্যাটারি রয়েছে। যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য, ফোনটিতে Wi-Fi 6, ওয়েট টাচ প্রযুক্তি, লিকুইড কুলিং সিস্টেমের মতো সুবিধা দেওয়া হয়েছে।
তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে iQOO Z9s Pro লঞ্চ করেছে। ফোনটির 8GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 24,999 টাকা। যেখানে স্মার্টফোনের 8GB + 256GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 26,999 টাকা এবং 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 28,999 টাকা। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন থেকেও এই স্মার্টফোনটি কিনতে পারবেন। কোম্পানি এই ফোনে 3,000 টাকার এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে।
আরও পড়ুন - < Discount On AC: ঝড়ের বেগে বিক্রি, ২ টন ব্রান্ডেড এসিতে ৪০ শতাংশ ছাড়, কোথায় পাবেন? >