/indian-express-bangla/media/media_files/2025/07/01/irctc-aadhaar-link-mandatory-2025-07-01-14-40-10.jpg)
IRCTC Aadhaar Link Mandatory: IRCTC তৎকাল টিকিটের সঙ্গে আধার লিংক।
ভারতীয় রেলওয়ে টিকিট বুকিং ব্যবস্থায় নিয়ে এসেছে একাধিক নতুন নিয়ম। রেল মন্ত্রক জানিয়েছে, ১ অক্টোবর ২০২৫ থেকে যাদের আইআরসিটিসি (IRCTC) অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা থাকবে, শুধু তারা টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম ১৫ মিনিটের মধ্যে টিকিট কিনতে পারবেন। যার অর্থ, যাদের আধার লিঙ্ক নেই, তারা ওই সময়সীমায় টিকিট বুক করতে পারবে না। নতুন নিয়মের উদ্দেশ্য হলো টিকিট বুকিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং প্রকৃত যাত্রীদের সুবিধা নিশ্চিত করা। রেল officials রা জানিয়েছেন, আগে অনেক টিকিট এজেন্ট ও কিছু প্রতারক ব্যবহারকারী বুকিং শুরু হতেই আসন ব্লক করত, যার ফলে সাধারণ যাত্রীদের টিকিট পাওয়া দুষ্কর হতো।
আপনি সহজেই যাচাই করতে পারবেন যে আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা আছে কিনা। এর জন্য প্রথমে IRCTC ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগইন করতে হবে। লগইন করার পর “My Account” বা “আমার অ্যাকাউন্ট” বিভাগে যেতে হবে এবং “My Profile” এ ক্লিক করতে হবে। সেখানে “Aadhaar KYC” বিকল্পে গিয়ে দেখা যাবে যদি আপনার আধার ইতিমধ্যেই লিঙ্ক করা থাকে, তবে “KYC Verified” বা “Aadhaar Verified” লেখা প্রদর্শিত হবে।
যদি আপনার আধার লিঙ্ক করা না থাকে, তবে সহজেই এটি সংযুক্ত করা সম্ভব। “Aadhaar KYC” বিকল্পে ক্লিক করে আপনার ১২ সংখ্যার আধার নম্বর লিখে সাবমিট করতে হবে। এরপর আপনার লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে, যা পূরণ করার পর আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট আধারের সঙ্গে সফলভাবে লিঙ্ক হয়ে যাবে এবং “Aadhaar Verified” বার্তা প্রদর্শিত হবে। এই পদক্ষেপ নিলে টিকিট বুকিংয়ের প্রথম সুযোগ সহজে পাওয়া যাবে এবং প্রকৃত যাত্রীদের সুবিধা নিশ্চিত হবে।