Train Running Status Live via WhatsApp: IRCTC র অনলাইন অ্যাপেরও প্রয়োজন নেই আর। একটা নম্বরই যথেষ্ট। যাতে পিং করলেই আপনার টিকিটের ইতিবৃত্ত চলে আসবে আপনার কাছে। এই কাণ্ডটি এক চুটকিতে সম্ভব হয়েছে মেক মাই ট্রিপের দৌলতে। তাঁরাই সঞ্চালনা করছে গোটা ঘটনাটি।
যাত্রীরা তাঁদের লাইভ ট্রেন স্ট্যাটাস, PNR স্ট্যাটাস, পূর্ববর্তী রেল স্টেশন, সব কিছুর ইতিবৃত্ত পেয়ে যাবেন একবারের মেসেজে। সুতরাং বর্তমানে ১৩৯ নং এ ফোন করা বা থার্ড পার্টির অ্যাপের ঝক্কি প্রায় শেষ। কারণ এবার সবকিছুই মিলবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
Indian Railway IRCTC Live Train Running Status via WhatsApp
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/irctc-live-train-status-via-whatsapp-how-to-check-indian-railways-train-timings-running-pnr-status1-e1532508702752.jpg)
কিভাবে চেক করবেন আপনার PNR স্ট্যাটাস?
প্রথমে আপনি চেক করে নিন হোয়াটসঅ্যাপের নতুন ভার্সনটি আপনার কাছে রয়েছে কিনা। তবে নম্বর সেভ না থাকলে কিন্তু হোয়াটসঅ্যাপ আপনাকে মেসেজ পাঠানোর অনুমতি দেবে না। তাই প্রথমে আপনার ফোনে মেক মাই ট্রিপের নম্বরটি সেভ করে নিন। নম্বরটি হল 7349389104। তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে মেক মাই ট্রিপের উইনডো খুলে সেখানে ট্রেন নম্বরটি লিখে পাঠিয়ে দিলেই কাজ শেষ। এছাড়া শুধু নম্বর লিখে পাঠেলেও মিলবে তথ্য।
একইভাবে আপনার বুকিং স্ট্যাটাস জানতে PNR কোডটি পাঠিয়ে দিন ওই নম্বরে। ছবি অনুযায়ী, রাতারাতি জবাব দেবে মেক মাই ট্রিপ। যাতে থাকবে ট্রেনের স্ট্যাটাস, ট্রেন ছাড়া এবং স্টেশন ঢোকার সময়।