/indian-express-bangla/media/media_files/2024/12/06/Pq9G3rHcZhmx7u4kZajd.jpg)
Apple ছাড়তে চলেছেন Tim Cook? জল্পনা ঘিরে জোর চর্চা....!
অ্যাপল ছাড়তে চলেছেন টিম কুক? জল্পনা ঘিরে জোর চর্চা....!
আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের পর থেকে কোম্পানির দায়িত্ব সামলাচ্ছেন টিম কুক। এখন কী কুকের অবসরের পালা?এই সংক্রান্ত নানান খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যার জেরে কুকের অবসরের জল্পনা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
আইফোন, আইপ্যাড এবং ম্যাকবুকের মতো জনপ্রিয় পণ্য প্রস্তুতকারী সংস্থা অ্যাপল ইনকর্পোরেটেডের সিইও টিম কুক সম্প্রতি অবসর নিতে চলেছেন? কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের অবসরের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে ২০১১ সালে কোম্পানির সিইওর দায়িত্ব নেন টিম কুক।
টিম কুক ১৯৯৮ সালে অ্যাপলে শুরু করেন তাঁর কর্মজীবন। ২০০৭ সালে বিশ্বকে প্রথম আইফোন উপহার দেওয়া থেকে শুরু করে ২০২৪ সালে আইফোন ১৬ সিরিজ চালু করা পর্যন্ত তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজ তিনি ৬৪ বছর বয়সে পা দিয়েছেন। সংস্থায় তাঁর উত্তরসূরি বেছে নেওয়ার খবর ধারাবাহিকভাবে আলোচিত হচ্ছে।
টিম কুক বিদায় নিতে চলেছেন?
টিম কুকের নেতৃত্বে অ্যাপল আজ বহু ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে। কোম্পানি তাঁর মেয়াদে আমেরিকা এবং পশ্চিমী দেশগুলির বাইরে নতুন দেশে তার বাজারকে সম্প্রসারিত করেছে। কিন্তু ২০২৪ সালে, অনেক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে Apple Inc. এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। সব মিলিয়ে তার উত্তরসূরি খোঁজার কাজ চলছে জোরকদমে।
নিজের বিদায় নিয়ে এ কথা বললেন টিম কুক
সম্প্রতি, এক অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে, টিম কুক তার ভবিষ্যত পরিকল্পনা এবং অ্যাপল থেকে বিদায়ের মতো বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। টিম কুক তার উত্তর শুরু করেছিলেন এই বলে যে সম্প্রতি তাঁকে অ্যাপল ছেড়ে যাওয়ার বিষয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েহিল। তিনি এতে অভ্যস্ত হয়ে গেছেন। তিনি বলেছিলেন যে তার বিবেক যেদিন তাকে বলবে যতক্ষণ না তিনি নিজে অনুভব করছেন তাঁর ছাড়ার সময় এসেছে, তিনি অ্যাপেল থেকে সরবেন না।' অ্যাপলে কাজ করার আগে টিম কুক কমপ্যাক, ইন্টেলিজেন্ট ইলেকট্রনিক্স এবং আইবিএম-এর মতো কোম্পানিতে কাজ করেছেন। তবে টিম কুকের উত্তর থেকে এটা পরিষ্কার এখনই অ্যাপেলের দায়িত্ব ছাড়ছেন না টিম কুক।