মুন মিশনের সাফল্যের পর এবার সূর্যের পাড়ায় পাড়ি দিয়েছে ইসরো। সকাল থেকেই ছিল 'আদিত্য-এল ১'- সৌরমিশন নিয়ে টানটান উত্তেজনা। ইসরো প্রধান এস সোমনাথ গতকালই জানিয়েছিলেন, ‘রকেট এবং স্যাটেলাইট’ উৎক্ষেপণের জন্য প্রস্তুত। ভারতের প্রথম সৌর মিশন ঘিরে সকাল উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে দেশ জুড়ে।
পৃথিবী থেকে এই দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার দূরে পাড়ি দিল আদিত্য-এল-১। সূচনা হল নতুন অধ্যায়ের। ইসরোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। চাঁদে সফল অবতরণের পর, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এখন মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের উন্মোচন করতে চলেছে। এবার চোখ সূর্যের দিকে। ২ রা সেপ্টেম্বর ঠিক সকাল ১১.৫০ মিনিটে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেয় ISRO মহাকাশে আদিত্য-এল ১ মিশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) ১ সেপ্টেম্বর শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আদিত্য এল-১ মিশন সম্পর্কে তথ্য প্রদান করেছে এবং কোন প্ল্যাটফর্মে এর উৎক্ষেপণ লাইভ দেখা যাবে তাও জানিয়েছিল।
ভারতের প্রথম সৌর মিশন 'আদিত্য এল-১' শনিবার, ২ সেপ্টেম্বর সকাল ১১.৫০ টায় অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। শনিবার সকাল ১১.২০ থেকে থেকে আদিত্য এল-১-এর লঞ্চ-এর লাইভ স্ট্রিমিং দেখতে সোশ্যাল মিডিয়ায় মানুষের কার্যত ঢল নামে। ইসরোর ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিংয়ের আয়োজন করা হয়।
ফের ইতিহাস গড়ল ইসরো। অপেক্ষার অবসান। সূর্যে পাড়ি দেয় ভারতের প্রথম সৌর মিশন ‘আদিত্য-এল- ১’। উৎক্ষেপণের আগে, ISRO বিজ্ঞানীদের একটি দল মিশনের সাফল্য কামনায় গতকালই তিরুপতি মন্দিরে পুজো দেন। আদিত্য মহাকাশযান 'PSLV-C57' রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়।
উৎক্ষেপণের পর, ISRO-এর মহাকাশযান এল-১ পয়েন্ট পর্যন্ত। এই যাত্রা শেষ করতে সময় লাগবে ৪ মাস। আসলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫০ মিলিয়ন কিলোমিটার। এই দূরত্বের মধ্যে রয়েছে পাঁচটি ল্যাগ্রেঞ্জ পয়েন্ট রয়েছে। এগুলি এল-১, এল-২, এল-৩, এল-৪ এবং এল-৫ পয়েন্ট হিসাবে পরিচিত। এল-১ হল এর প্রথম বিন্দু, যার দূরত্ব পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার। এই পয়েন্ট থেকে ২৪ ঘন্টা সূর্যকে পর্যবেক্ষণ করা যাবে। এই মিশনে এক সঙ্গে সাতটি পে লোড পাঠানো হচ্ছে মহাকাশে। যার মধ্যে চারটি সূর্যের আলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা তথ্য সংগ্রহ করবে। বাকি তিনটি প্লাজমা এবং ম্যাগনেটিক ফিল্ড নিয়ে তথ্য সংগ্রহ করবে। ভারতীয় মহাকাশ গবেষণায় ‘আদিত্য-এল- ১’ প্রথম সৌর মিশন।
-
Sep 02, 2023 13:13 ISTইসরোকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরোর আজকের সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেছেন, "চন্দ্রযান-৩-এর সাফল্যের পর, ভারত তার মহাকাশ যাত্রা চালিয়ে যাচ্ছে। ভারতের প্রথম সৌর মিশন আদিত্য-এল১-এর সফল উৎক্ষেপণের জন্য ISRO-তে আমাদের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন। অক্লান্ত বৈজ্ঞানিক প্রচেষ্টা সমগ্র মানবজাতির কল্যাণের জন্য মহাবিশ্ব সম্পর্কে আরও ভাল বোঝার পরীক্ষা-নিরীক্ষার কাজ অব্যাহত থাকবে।"
-
Sep 02, 2023 13:07 ISTPSLV- বিচ্ছেদের তৃতীয় পর্যায় সম্পন্ন হয়েছে
ভারতের প্রথম সৌর মিশন আদিত্য-এল-১ আজ সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (SDSC) শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা হয়। ISRO-এর তরফে জানানো হয়েছে, PSLV-কে আলাদা করার তৃতীয় পর্যায় সম্পন্ন হয়েছে।
#WATCH | Visuals from Satish Dhawan Space Centre (SDSC) SHAR, Sriharikota after the launch of Aditya-L1.
— ANI (@ANI) September 2, 2023
The third stage of the separation of PSLV has been completed. pic.twitter.com/b88rRvXNSr -
Sep 02, 2023 12:05 ISTসফল উৎক্ষেপণ ইসরোর
#WATCH | Indian Space Research Organisation (ISRO) launches India's first solar mission, #AdityaL1 from Satish Dhawan Space Centre in Sriharikota, Andhra Pradesh.
— ANI (@ANI) September 2, 2023
Aditya L1 is carrying seven different payloads to have a detailed study of the Sun. pic.twitter.com/Eo5bzQi5SOচন্দ্রযান-৩-এর পর ফের ইতিহাস গড়ল ইসরো। সৌরমিশনেও সফল ভারত।
-
Sep 02, 2023 11:49 ISTমিশনের বাকী মাত্র ৫ মিনিট, প্রস্তুত ইসরো
শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সকাল ১১.৫০ মিনিটে আদিত্য এল-১ উৎক্ষেপণ করা হবে। এটি ভারতের প্রথম সূর্য অভিযান। শ্রীহরিকোটায় উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও
#WATCH | India's first solar mission, #AdityaL1 is all set to be launched from Satish Dhawan Space Centre in Sriharikota, at 11:50 am. pic.twitter.com/k12Doj0wCR
— ANI (@ANI) September 2, 2023 -
Sep 02, 2023 11:43 ISTভিউয়িং গ্যালারিতে কালো মাথার ভিড়
#WATCH | People in large numbers at Satish Dhawan Space Centre (SDSC) SHAR, Sriharikota to witness launch of ISRO's solar mission Aditya L-1 pic.twitter.com/kzyuo8YtXN
— ANI (@ANI) September 2, 2023হাতে আর মাত্র ১৫ মিনিট, ইতিহাস গড়ার লক্ষ্যে ইসরো, দেশজুড়ে টানটান উত্তেজনা । এর মাঝেই সামনে এসেছে ইসরোর ভিউয়িং গ্যালারির ছবি। ভারতের প্রথম সৌর মিশন লঞ্চ দেখার জন্য উপচে পড়েছে ভিড়
-
Sep 02, 2023 11:32 ISTউৎক্ষেপণ কয়েক মিনিট বাকী
ISRO-এর আদিত্য এল-১ লঞ্চের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু করেছে। কয়েক মিনিট পরেই হতে চলেছে উৎক্ষেপণ। সারা দেশের নজর আজ এই মিশনের দিকে। সাফল্যের আশায় বুক বাঁধছে ইসরো। ভারতীয় হিসাবে আজ এক গর্বের মুহূর্ত।
-
Sep 02, 2023 11:29 ISTলঞ্চের জন্য আবহাওয়া স্বাভাবিক
ভাল খবর! লঞ্চের জন্য আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক। ভারত আদিত্য এল-১ লঞ্চের জন্য পুরোপুরি প্রস্তুত।
-
Sep 02, 2023 11:19 ISTআদিত্য এল-১ লঞ্চ লাইভ স্ট্রিমিং দেখবেন কীভাবে?
আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে ভারতের প্রথম 'সান মিশন' আদিত্য এল-১ এর লঞ্চ দেখতে পারেন। আপনি ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলের পাশাপাশি দূরদর্শনেও লঞ্চের লাইভ সম্প্রচার দেখতে পারবেন। সকাল ১১.২০ টা থেকে লঞ্চটি সরাসরি সম্প্রচার করা হবে।
-
Sep 02, 2023 11:15 ISTচরম উত্তেজনা স্কুল পড়ুয়াদের মধ্যে
আদিত্য এল-১ মিশন ঘিরে টানটান উত্তেজনা। স্কুল পড়ুয়ারাও ইসরোর এই মিশনকে চাক্ষুষ করতে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (SDSC) শ্রীহরিকোটায় পৌঁছেছে।
#WATCH | School students at Satish Dhawan Space Centre (SDSC) SHAR, Sriharikota to witness the launch of ISRO's Aditya L-1 mission to study Sun pic.twitter.com/IN7HCQ6Vzz
— ANI (@ANI) September 2, 2023 -
Sep 02, 2023 11:12 ISTএটি ভারতের জন্য একটি অনন্য মিশন'
আদিত্য এল-১ মিশনের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির ডিরেক্টর ডঃ অনিল ভরদ্বাজ সংবাদমাধ্যমকে বলেন, "আমরা সকলেই উৎক্ষেপণ নিয়ে খুব উচ্ছ্বসিত। সূর্য অধ্যয়নের জন্য এটি ভারতের জন্য একটি অনন্য মিশন। আদিত্য এল-১-এর সমস্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে। "সম্ভবত এক মাস সময় লাগবে। এর পরে, আমরা একটানা সূর্যের দিকে তাকানো শুরু করতে পারব।"
#WATCH | Sriharikota, Andhra Pradesh | On ISOR's Aditya L1 mission, Dr. Anil Bharadwaj, Director, Physical Research Laboratory says "We are all very excited about the launch. This is a very unique mission from India to study the Sun...It will take maybe a month or so to… pic.twitter.com/eQG34un0Dj
— ANI (@ANI) September 2, 2023 -
Sep 02, 2023 11:08 ISTভারতীয় হিসাবে আজ এক গর্বের দিন
জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে আদিত্য এল-১ লঞ্চ নিয়ে টানটান উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে। এক পর্যটক জানিয়েছেন, আমাদের বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের কারণে আমাদের দেশ নিজেকে আজ নতুন উচ্চতায় নিয়ে যেতে পেরেছে। দেখে একজন ভারতীয় হিসাবে আজ সত্যি গর্ব অনুভব হচ্ছে।
VIDEO | “It is a really proud feeling as an Indian to witness our country reach new heights because of the hard work of our scientists,” says one of the tourists in Srinagar on Aditya-L1 Mission launch scheduled at 11.50 AM today. pic.twitter.com/4IwQLmcBi3
— Press Trust of India (@PTI_News) September 2, 2023 -
Sep 02, 2023 11:06 ISTকবে থেকে শুরু হবে ছবি পাঠানো?
ভারতের প্রথম সূর্য মিশন আদিত্য এল-১ আজ লঞ্চ হবে। লঞ্চ করার পর, এল-১-এর পেলোড পাঁচ বছর ধরে প্রতিদিন এক হাজার ৪৪০ টি ছবি ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ অর্থাৎ VELC গ্রাউন্ড স্টেশনে পাঠাবে। ফেব্রুয়ারির শেষ দিকে প্রথম ছবি আসার সম্ভাবনা রয়েছে।
-
Sep 02, 2023 11:04 ISTআদিত্য এল-১ হবে নতুন প্রজন্মের প্রথম মিশন
টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অবসরপ্রাপ্ত অধ্যাপক মায়াঙ্ক এন ভাহিয়া ISRO-এর আদিত্য এল ১ লঞ্চ মিশন সম্পর্কে বলেছেন যে এটি হবে নতুন প্রজন্মের প্রথম মিশন। তিনি বলেন, মিশনটি একযোগে অপটিক্যাল, ইউভি এবং এক্স-রেতে সূর্যকে পর্যবেক্ষণ করবে।
#WATCH | "The last mission that went to L1 point was five years before Aditya L1. This would be the first mission of the new generation. The mission will observe the Sun simultaneously in optical, UV and X-ray," says Mayank N. Vahia, Retired professor from Tata Institute of… pic.twitter.com/yacl9RQhJF
— ANI (@ANI) September 2, 2023 -
Sep 02, 2023 11:00 ISTজানেন ISRO-এর পরবর্তী মিশন?
চন্দ্রযান ৩-এর সাফল্যের পর আজ ISRO-এর নজর সৌর মিশনে। তৃতীয় মিশন হল 'গগনযান মিশন'। সৌর অভিযানে রওনা হওয়া আদিত্য এল-১ সূর্যের কাছে পৌঁছাতে ১২৫ দিন সময় নেবে।
-
Sep 02, 2023 10:57 ISTইসরো এবং ভারতের জন্য একটি বড় পদক্ষেপ'
আদিত্য এল ১ মিশন নিয়ে প্রাক্তন ইসরো বিজ্ঞানী মনীশ পুরোহিত বলেছেন এই মিশন ইসরো সেই সঙ্গে ভারতের জন্য একটি বড় পদক্ষেপ। দেশের নতুন মহাকাশ নীতিতে এটা স্পষ্ট যে ইসরো মহাকাশ গবেষণায় বিরাট ভূমিকা পালন করবে।
-
Sep 02, 2023 10:06 ISTসূর্যের মোট কতগুলি ছবি তোলা হবে এই মিশনে?
ইসরোর তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই মিশনের জন্য শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। আদিত্য এল-১ সূর্যের প্রায় ১৪৪০টি ছবি তুলবে।
-
Sep 02, 2023 10:01 ISTআদিত্য এল-১-মিশনের সাফল্য কামনায় বারানসীতে বিশেষ যজ্ঞের আয়োজন
ফের ইতিহাস সৃষ্টি করতে চলেছে ইসরো। অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার। ভারতের সৌর মিশন ‘আদিত্য-এল- ১’ উৎক্ষেপণের আগে, ISRO বিজ্ঞানীদের একটি দল মিশনের সাফল্য কামনায় তিরুপতি মন্দিরে পুজো দেন। আদিত্য মহাকাশযান 'PSLV-C57' রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। ইসরো জানিয়েছে ‘রকেট ও স্যাটেলাইট মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত।’ এসবের মাঝে আদিত্য এল-১-মিশনের সাফল্য কামনায় বারানসীতে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে।
VIDEO | Locals perform 'havan' in UP's Varanasi for the successful launch of Aditya-L1 Mission today. pic.twitter.com/u2iELourBH
— Press Trust of India (@PTI_News) September 2, 2023 -
Sep 02, 2023 09:59 ISTমিশন সম্পর্কে চন্দ্রযান-৩-এর প্রোগ্রামিং ম্যানেজার কী বললেন জেনে নিন
আদিত্য-এল -১ মিশন সম্পর্কে, চন্দ্রযান-৩ এর প্রোগ্রামিং ম্যানেজার প্রেরণা চন্দ্র বলেছেন যে 'অন্যান্য অনেক দেশ ইতিমধ্যে সূর্য পর্যবেক্ষণ করেছে। ভারতের জন্য এই মিশন বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। ভারতও এই মিশনের মাধ্যমে সূর্যের অজানা নানান বিষয় পর্যবেক্ষণ করবে, যা আমাদের কাছে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
#WATCH | Delhi: Programming Manager of Chandrayaan-3 Prerna Chandra on Aditya L1 says, "Space agencies of other countries have already done observations on the Sun. India does not have a Sun observatory. With Aditya L1 India will also have observations on Sun which will help us… pic.twitter.com/d6J0iFBZND
— ANI (@ANI) September 2, 2023 -
Sep 02, 2023 09:54 ISTশ্রীহরিকোটা থেকে লঞ্চ হবে আদিত্য এল-১
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) আজ শ্রীহরিকোটা থেকে আদিত্য-এল-১ মিশন উৎক্ষেপণ করবে। যার প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
-
Sep 02, 2023 09:52 ISTআদিত্য এল ১- মিশন রীতিমত চ্যালেঞ্জিং
ময়লাস্বামী আন্নাদুরাই, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এবং আদিত্য প্রাক্তন ISRO বিজ্ঞানী বলেছেন, "L1 বিন্দু খুঁজে বের করা এবং এর চারপাশে একটি কক্ষপথ তৈরি করা এবং সুনির্দিষ্ট অনুসন্ধানের মাধ্যমে পাঁচ বছর বেঁচে থাকা প্রযুক্তিগতভাবে খুব চ্যালেঞ্জিং।"
#WATCH | On the Aditya L1 mission, Padma Shri awardee and former ISRO scientist Mylswamy Annadurai says, "...It is technically very challenging to acquire the L1 point and have an orbit around that and to survive for the five years with very accurate pointing requirements... This… pic.twitter.com/MxVVflBolT
— ANI (@ANI) September 2, 2023 -
Sep 02, 2023 09:46 ISTভারতের প্রথম সৌর মিশন কখন শুরু হবে?
ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল -১ আজ অর্থাৎ ২ সেপ্টেম্বর ১১.৫০ মিনিটে হালো অরবিটের উদ্দেশ্যে পাঠানো হবে।
-
Sep 02, 2023 09:44 ISTআদিত্য L1 কোন রকেট থেকে উৎক্ষেপণ করা হবে?
শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে ভারতের প্রথম সৌর মিশন নিয়ে কাউন্টডাউন শুরু হয়। আদিত্য L1 শনিবার সকাল ১১.৫০ মিনিটে শ্রীহরিকোটা থেকে PSLV-C57 রকেটে যাত্রা শুরু করবে।
-
Sep 02, 2023 09:43 ISTআদিত্যকে কেন L-1 পয়েন্টে পাঠানো হচ্ছে?
সূর্যের আলো নিয়ে তথ্য সংগ্রহ করা, প্লাজমা এবং ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে বিশদ তথ্য জোগাড় করার পাশাপাশি সূর্যের প্রভাবে মহাকাশের আবহাওয়ার উপর প্রভাব পর্যবেক্ষণ করা হবে এই মিশনের মাধ্যমে।
-
Sep 01, 2023 17:09 ISTলাইভ স্ট্রিমিং কখন শুরু?
নিবার সকাল ১১.২০ থেকে থেকে আদিত্য L-1-এর লঞ্চ লাইভ স্ট্রিমিং দেখা যাবে। ইসরোর ইউটিউব পেজে, অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে দেখা যাবে লাইভ স্ট্রিমিং।
-
Sep 01, 2023 17:03 ISTমিশনের খরচ কত?
কেন্দ্র আদিত্য-এল ১ মিশনের জন্য প্রায় ৪০০ কোটি টাকা মঞ্জুর করেছে। ISRO খরচ সম্পর্কে একটি অফিসিয়াল আপডেট দেয়নি।
-
Sep 01, 2023 16:59 ISTকবে থেকে পরিকল্পনা শুরু সৌর মিশনের?
ইসরো জানিয়েছে ২০০৮ সাল থেকে শুরু হয় এই পরিকল্পনা। আপাতত এল-১ পয়েন্টে এই মহাকাশযানটিকে প্রতিস্থাপিত করা হবে।