Advertisment

Isro chief Somnath: সৌর মিশন সূচনার দিনে ধরা পড়ে ক্যানসার, মিশন থেমে থাকেনি, ইসরো প্রধানের মনের জোরকে কুর্নিশ

দেশের প্রথম সৌর মিশন সূচনার দিনেই ক্যানসারের মতো প্রাণঘাতী রোগ ধরা পড়ে সোমনাথের।

author-image
IE Bangla Tech Desk
New Update
S SOmnath"," Somnath cancer"," isro chief cancer"," cancer remission"," stomach cancer

দেশের প্রথম সৌর মিশন সূচনার দিনেই ক্যানসারের মতো প্রাণঘাতী রোগ ধরা পড়ে সোমনাথের।

আদিত্য এল-১ উৎক্ষেপণের দিনেই ক্যানসারে আক্রান্তে হওয়ার খবর পান ইসরো প্রধান। তা সত্ত্বেও মিশন থেমে থাকেনি। আদিত্য এল-১ উৎক্ষেপণের দিনই নিজের ক্যানাসারে আক্রান্ত হওয়ার খবর পেয়েছিলেন ইসরো প্রধান এস সোমনাথ। তা সত্ত্বেও মিশন কোনভাবেই থামে নি। বরফ এই মিশনে সফল হয়ে নিজের মুকুটে নয়া পালক জোড়ে ইসরো।

Advertisment

দেশের প্রথম সৌর মিশন সূচনার দিনেই ক্যানসারের মতো প্রাণঘাতী রোগ ধরা পড়ে সোমনাথের। তিনি আতঙ্কিত না হয়ে নিজের চিকিৎসা শুরু করেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোমনাথ নিজেই এ কথা জানিয়েছেন তিনি। সাক্ষাত্কারে, সোমনাথ বলেছিলেন, 'চন্দ্রযান-২ মিশন লঞ্চের সময় কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। তখন জানতাম না আমি ক্যানসারে আক্রান্ত। পরে আদিত্য এল-১ মিশনের দিনই নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর পাই'।

সোমনাথ জানান, 'আদিত্য এল-১ মিশনের সূচনার দিন তাঁর ক্যান্সার ধরা পড়ে।পাশাপাশি তিনি বলেন, এটা আমার পরিবার ও সহকর্মীদের কাছে ছিল একটা বড় ধাক্কা'। পাকস্থলীতে ক্যান্সার ধরা পড়ে তাঁর। কেমোর পর এস সোমনাথেরও অপারেশন করা হয়।

অসুস্থতার সময় তার অভিজ্ঞতা বর্ণনা করে, সোমনাথ বলেছিলেন যে 'এই ঘটনা আমার কাছে ছিল এক বিরাট ধাক্কা। আমি হাসপাতালে ভর্তি হই এবং ক্যান্সারের চিকিৎসা শুরু হয়। তবে আমার সুস্থ হওয়াটা অলৌকিক। হাসপাতালে মাত্র চার দিন কাটানোর পর, আমি ইসরোতে ফের যোগ দিই। এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে আমার কাজ শুরু করেছি'।

ISRO
Advertisment