Advertisment

ISRO: বিশ্বকে চমকে দিয়ে মহাকাশে দাপট দেখাল ইসরো, বিপর্যয়ের আগেই মিলবে চূড়ান্ত সতর্কতা

ISRO Satellite Launch: এটি ISRO-এর সবচেয়ে ছোট রকেট SSLV-এর তৃতীয় উৎক্ষেপণ।

author-image
IE Bangla Tech Desk
New Update
ISRO Satellite Launch: দুরন্ত সাফল্য ইসরোর

ISRO Satellite Launch: দুরন্ত সাফল্য ইসরোর

ISRO Successfully Launches EOS-08 Satellite: আবার ইতিহাস গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ১৬ অগাস্ট,ঠিক সকাল ৯টা বেজে ১৭ মিনিটে ইসরোর পলকে জুড়ল নয়া মুকুট। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 'আর্থ অবজারভেশন স্যাটেলাইট-8 (EOS-08)'সফল ভাবে উৎক্ষেপণ করেছে ইসরো। যে কোন বিপর্যয় ঘটার আগেই এবার থেকে মিলবে সতর্কতা।

Advertisment

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) দেশের সবচেয়ে ছোট রকেট SSLV-D3-তে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট-8 (EOS-08)উৎক্ষেপণ করেছে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, উৎক্ষেপণ সফল হয়েছে। তিনি পুরো দলকে অভিযানের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।

এই স্যাটেলাইটটি পৃথিবীর কক্ষপথের বাইরে প্রায় ৪৭৫ কিলোমিটার দূরে স্থাপন করা হয়েছে। এটি এক বছরের জন্য কাজ করবে। EOS-08 স্যাটেলাইটের উদ্দেশ্য হল পরিবেশ এবং দুর্যোগ সংক্রান্ত সঠিক তথ্য প্রদান করা। এর আগে, ISRO উৎক্ষেপণের তারিখ ১৫ আগস্ট নির্ধারণ করেছিল। তারপর একদিন পর মিশনটি চালু করা হয়।

EOS-08 স্যাটেলাইটে তিনটি পেলোড রয়েছে। এতে ইলেক্ট্রো অপটিক্যাল ইনফ্রারেড পেলোড (EOIR), গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম-রিফ্লেক্টোমেট্রি পেলোড (GNSS-R) এবং SiC-UV ডসিমিটার অন্তর্ভুক্ত রয়েছে। ইওআইআর পেলোডটি দুর্যোগ পর্যবেক্ষণ, পরিবেশ পর্যবেক্ষণ ইত্যাদি ক্যাপচার করার জন্য ডিজাইন করা হয়েছে। এই পেলোড দিনে ও রাতেও ছবি তুলতে সক্ষম। GNSS-R সমুদ্র পৃষ্ঠের উপর বায়ু বিশ্লেষণ, মাটির আর্দ্রতা মূল্যায়ন, বন্যা সনাক্তকরণ ইত্যাদির জন্য রিমোট সেন্সিংয়ের কাজে ব্যবহার করা হবে। SiC UV ডসিমিটার গগনযান মিশনের জন্য অতিবেগুনী রশ্মি নিরীক্ষণ করবে।

আরও পড়ুন - < Ola Electric Motorcycle: তিনটি বাইক লঞ্চ করল OLA, দুর্দান্ত লুকের সঙ্গে পান সেরা মাইলেজ, ফিচার্স >

এটি ISRO-এর সবচেয়ে ছোট রকেট SSLV-এর তৃতীয় উৎক্ষেপণ। এর আগে দুটি প্রচেষ্টা করা হয়েছিল। আর্থ অবজারভেশন স্যাটেলাইট (EOS-08) এমন একটি উপগ্রহ যা পৃথিবীকে পর্যবেক্ষণ করবে এবং যেকোনো ধরনের দুর্যোগের আগাম সতর্কতাও দেবে, যা যেকোনো দুর্যোগ মোকাবেলায় সাহায্য করবে। তথ্য অনুযায়ী, এই স্যাটেলাইটের ওজন আনুমানিক ১৭৫.৫ কেজি। এতে তিনটি পেলোড রয়েছে। একটি হল ইলেক্ট্রো অপটিক্যাল ইনফ্রারেড পেলোড (EOIR), দ্বিতীয় হল গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম-রিফ্লেক্টোমেট্রি পেলোড (GNSS-R) এবং তৃতীয় হল SIC UV ডসিমিটার।

Tech News ISRO science
Advertisment