Advertisment

IRNSS-1I : দ্বিতীয় প্রচেষ্টায় সফল ইসরো

অষ্টম ন্যাভিগেশন স্যাটেলাইট IRNSS-1I উৎক্ষেপনে সফল ভারত। এদিন ভোর ৪টে৪ মিনিটে সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে অষ্টম কৃত্রিম উপগ্রহটিকে নিয়ে মহাশূন্যের দিকে পারি দেয় PSLV-C41।

author-image
IE Bangla Web Desk
New Update
isro pslv c41 successfully launches INRSS-1I

PSLV-C42 উৎক্ষেপনের ১৭ মিনিট ৪৫ সেকেন্ড পর মহাশূন্যে পৃথিবী থেকে ৫৮৩ কিমি দুরে সূর্য-সমান্তরাল কক্ষপথে স্থাপন করেছে দুই উপগ্রহ।

অবশেষে দেশের অষ্টম ন্যাভিগেশন স্যাটেলাইট IRNSS-1I উৎক্ষেণে সফল হল ইসরো। সপ্তাহ দুয়েক আগেই মহাকাশে উড়ে গিয়েছিল জি স্যাট-6A স্যাটেলাইট, তবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কপালে ভাঁজ পড়েছিল ইসরোর। অবশেষে অষ্টম ন্যাভিগেশন স্যাটেলাইট IRNSS-1I উৎক্ষেপণে ভারত সফল হয়েছে বলে ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisment

গতকাল ভোর ৪ টে বেজে  ৪ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে অষ্টম ন্যাভিগেশন স্যাটেলাইট IRNSS-1I নিয়ে মহাশূন্যে পাড়ি দেয় PSLV-C41।

উৎক্ষেপণের ১৯ মিনিট পর PSLV-C41 রকেটটি কক্ষপথে প্রবেশ করে। জি স্যাট-6A স্যাটেলাইট নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হওয়ায় এবার বাড়তি সর্তকতার সঙ্গে কাজ করেছেন বৈজ্ঞানিকরা। তাঁরা জানিয়েছেন এই ন্যাভিগেশন স্যাটেলাইটটি প্রথম  ন্যাভিগেশন স্যাটেলাইটের হয়ে কাজ করবে। ইসরো চেয়ারম্যান কে সিভান এই মিশনটিকে সফল বলে বর্ণনা করার পাশাপাশি ট্যুইটর মাধ্যমে বিজ্ঞানীদেরও অভিনন্দন জানিয়েছেন। এদিন তিনি জানান, IRNSS-1I সফলভাবে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়েছে। এ ধরনের উপগ্রহ পাঠানোর ক্ষেত্রে ইসরোর এটি দ্বিতীয় প্রচেষ্টা। গত বছর অগাস্ট মাসে IRNSS-1H নিয়ে মহাশূন্যে উড়ে গিয়েছিল PSLV।

ISRO
Advertisment