/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-7.jpg)
নতুন বছরের প্রথম দিনেই ব্ল্যাকহোল নিয়ে গবেষণায় XpoSAT স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করে বিশ্বকে চমকে দিয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা
নতুন বছরের প্রথম দিনেই ইতিহাস গড়ল ISRO। ব্ল্যাকহোল নিয়ে গবেষণা চালাতে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা। ১ লা জানুয়ারি সোমবার ইসরো PSLV C-58 এর মাধ্যমে ‘XpoSAT’ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। যা মহাকাশে অজানা ব্ল্যাকহোল নিয়ে নিরন্ত্র গবেষণা চালাবে। ইসরো প্রধান জানিয়েছেন 'XpoSat স্যাটেলাইটকে সফলভাবে তার কক্ষপথে স্থাপন করা হয়েছে'।
পাশাপাশি তিনি বলেন, '২০২৪ সাল হতে চলেছে গগনযানের প্রস্তুতির বছর। আমরা এই বছর জিএসএলভিও লঞ্চ করব'। ISRO প্রধান আরও বলেন, ' এই বছর আমরা কমপক্ষে ১২ টি মিশন চালু করার লক্ষ্য নির্ধারণ করেছি'।
এক্সোস্যাট স্যাটেলাইট মিশন সম্পর্কে কথা বলতে গিয়ে, এস সোমনাথ বলেন, 'ব্ল্যাক হোল সম্পর্কে আমাদের জ্ঞান বাড়াতে এই মিশন বিশেষ কাজে আসবে। পাশাপাশি আদিত্য L1 নিয়ে বিরাট আপডেট দিয়ে ইসরো প্রধান বলেন, 'আগামী ৬ জানিয়ারি L1 পয়েন্টে ভারতের প্রথম সৌরমিশন'।