Advertisment

ISRO-এর মুকুটে নয়া পালক, একসঙ্গে কক্ষপথে স্থাপিত ৭টি উপগ্রহ

চলতি বছরে এটি ভারতীয় মহাকাশ সংস্থার তৃতীয় মিশন।

author-image
IE Bangla Tech Desk
New Update
ISRO, PSLV-C56, DS-SAR satellite, Satish Dhawan Space Centre, Sriharikota,

একসঙ্গে কক্ষপথে স্থাপিত ৭টি উপগ্রহ, ফের নজির গড়ল ইসরো। এক সঙ্গে সাতটি ‘স্যাটেলাইট’ কক্ষপথে স্থাপন ইসরোর। আজ সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে সিঙ্গাপুরের সাতটি রকেট নিয়ে রওনা দেয় ইসরোর পিএসএলভি-সি৫৬ (PSLV-C56) রকেটটি।

Advertisment

ভারত মহাকাশ গবেষণায় এক নতুন ইতিহাস রচনা করেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) রবিবার (৩০ জুলাই) একসঙ্গে ৭টি উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে। এর মধ্যে রয়েছে একটি দেশীয় এবং সিঙ্গাপুরের ছয়টি স্যাটেলাইট। এই উপগ্রহগুলি PSL-C56 রকেটের মাধ্যমে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়। সকাল ৬টা বেজে ৩০ মিনিটে হয় সফল উৎক্ষেপন।

চলতি মাসেই বহু প্রতীক্ষিত চন্দ্রযান-৩ উৎক্ষেপণের পর, এখন PSLV-C56 উৎক্ষেপণ এক মাসের মধ্যে ISRO-এর আরেকটি বড় সাফল্য। এর আগে ১৪ জুলাই, ISRO সফলভাবে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে LVM-3 লঞ্চ ভেহিকেল কক্ষপথে স্থাপন করেছিল।

চলতি বছরে এটি ভারতীয় মহাকাশ সংস্থার তৃতীয় মিশন। ISRO এর আগে মার্চ মাসে LVM-3 রকেটের সাহায্যে ব্রিটেনের ওয়ান-ওয়েভ (ONE-WAVE) এর ৩৬ টি উপগ্রহ উৎক্ষেপণ করেছিল। এর পর এপ্রিলে পিএসএলভি রকেট থেকে সিঙ্গাপুরের ২টি উপগ্রহ মহাকাশে পাঠায় ইসরো। আজ সকাল সাড়ে ৬টায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে ৭ টি উপগ্রহ নিয়ে PSLV-C56 উৎক্ষেপণ করেছে। চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণের পর ইসরোর নতুন কীর্তি।

ইসরো জানিয়েছে যে মিশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। PSLV-C56 সফলভাবে সমস্ত স্যাটেলাইটকে তাদের কক্ষপথে সফলভাবে উৎক্ষেপণ করেছে। ইসরো প্রধান এস সোমনাথ উৎক্ষেপণের সফল উৎক্ষেপনের পরে এক বিবৃতিতে বলেন, 'অভিনন্দন, প্রাথমিক উপগ্রহ DS-SAR এবং অন্যান্য 6 টি উপগ্রহ সহ ৭ টি উপগ্রহ বহনকারী PSLV-C56 সফলভাবে সঠিক কক্ষপথে স্থাপন করা হয়েছে।' DS-SAR কৃত্রিম উপগ্রহটির ওজন ৩৬০ কেজি। মূলত ছবি তোলার কাজে লাগানো হবে সেটিকে। এর পাশাপাশি ভূস্থানিক তথ্যও পাঠাবে পৃথিবীতে।

ISRO
Advertisment