Maha Kumbh Mela 2025: মহাকাশ থেকে মহাকুম্ভের ঐশ্বরিক দৃশ্য! ছবি প্রকাশ করেছে ইসরো। সেই ছবি মুগ্ধ করেছে তামাম বিশ্ববাসীকে। দেখুন সেই ঐতিহাসিক মুহূর্তকে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ সঙ্গমে পবিত্র স্নান করতে ভিড় করছেন। কর্তৃপক্ষের অনুমান, মৌনী অমাবস্যার দিন ১০ কোটিরও বেশি ভক্ত সঙ্গমে স্নান করবেন। সেই কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বুধবার সঙ্গম নগরীতে মহাকুম্ভ আয়োজনের আগে এবং পরে স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে, যাতে ফুটে উঠেছে মহাকুম্ভের চমৎকার মহিমার ঝলক ।
১৪৪ বছর পর বিরল মহাকুম্ভ উপলক্ষ্যে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ সঙ্গমে পবিত্র স্নানে অংশ নিতে ভিড় জমাচ্ছেন। চলতি বছর ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ এবং ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৫ দিন ধরে চলবে।
স্যাটেলাইট ছবিতে ত্রিবেণী সঙ্গমের কাছে 'মেলা'-এর জন্য নির্মিত বিরাট পরিকাঠামোর দৃশ্য ধরা পড়েছে। ছবিগুলি EOS-04 (RISAT-1A) ‘C’ ব্যান্ড মাইক্রোওয়েভ স্যাটেলাইটের মাধ্যমে তোলা হয়েছে। মহাকাশ থেকে তোলা ইসরোর আরেক ছবিতে ছবিতে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ ভক্ত মহাকুম্ভে পবিত্র স্নান করেছেন। ছবিতে অস্থায়ী তাঁবু ও মহাকুম্ভে অস্থায়ী সেতুর দৃশ্যও ধরা পড়েছে।
মহাকুম্ভে, ভক্তরা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন এবং মকর সংক্রান্তির আগে অমৃত স্নানের দিনে ৩.৫ কোটিরও বেশি ভক্ত সঙ্গমে স্নান করেছেন। মেলা কর্তৃপক্ষের অনুমান, মৌনী অমাবস্যার দিন ১০ কোটিরও বেশি ভক্ত সঙ্গমে স্নান করবেন।
বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান - মহাকুম্ভ ২০২৫ প্রয়াগরাজের সঙ্গম শহরে চলছে। এখন পর্যন্ত ১০ কোটিরও বেশি ভক্ত গঙ্গা, যমুনা এবং অদৃশ্য সরস্বতীর সঙ্গমস্থলে স্নান করেছেন। এত বিশাল ভক্তের বিপুল সমাবেশ এবার মহাকাশ থেকে সরাসরি ধরা পড়ল। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ২০২৫ সালের মহাকুম্ভের উপগ্রহ চিত্র প্রকাশ করেছে
এনআরএসসি ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে তোলা সঙ্গম ত্রিবেনীর একটি উপগ্রহ চিত্র প্রকাশ করেছে। এই ছবিতে মহাকুম্ভ মেলার আগের দৃশ্য দেখা যাচ্ছে । মহাকুম্ভের প্রস্তুতির ছবি থেকে সঙ্গমে স্নানে বিপূল সংখ্যক ভিড়ের বিও সামনে এনেছে ইসরো। কতটা এলাকায় তাঁবু তৈরি করা হয়েছে। কোথায় কোথায় অস্থায়ী পল্টুন ব্রিজ এবং অন্যান্য পরিকাঠামো গড়ে তোলা হয়েছে সবটাই ধরা পড়েছে এই ছবিতে।