Advertisment

‘মিশন গগনযানের’ প্রস্তুতি চলছে পুরোদমে, কবে ট্রায়াল? সামনে এল বিরাট আপডেট

চন্দ্রযান-৩ অবতরণের আগে একটি ব্যস্ত সময়সূচীর মধ্যেও, ISRO বিজ্ঞানীরা দেশের মনুষ্যবাহী মহাকাশ অভিযান মিশনে কাজ করছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Isro conducts parachute deployment test, isro, parachute deployment tests, gaganyaan mission, isro gaganyaan mission, vikram sarabhai space centre, drogue parachute, India News in Hindi, Latest India News Updates"

চন্দ্রযান-৩ অবতরণের আগে একটি ব্যস্ত সময়সূচীর মধ্যেও, ISRO বিজ্ঞানীরা দেশের মনুষ্যবাহী মহাকাশ অভিযান মিশনে কাজ করছেন।

‘গগনযান মিশনের’ প্রস্তুতি চলছে পুরোদমে। সব কিছু ঠিকঠাক থাকলে আগস্ট বা সেপ্টেম্বরেরই হতে পারে মিশনের ট্রায়াল। পার্লামেন্টে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এই তথ্য জানিয়েছেন।

Advertisment

চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে অবতরণ স্রেফ সময়ের অপেক্ষা। এর মধ্যেই পরবর্তী মিশনের প্রস্তুতি সেরে নিতে ISRO সফলভাবে ড্রগ প্যারাসুট পরীক্ষা চালিয়েছে। ‘মিশন গগনযানের’ প্রস্তুতি চলছে জোরকদমে। ‘গগনযান মিশনের’ আওতায় যাত্রীদের নিরাপদে মহাকাশে নিয়ে যাওয়া হবে।

শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, 'ISRO-এর তিরুবনন্তপুরম-ভিত্তিক বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC) 8 থেকে 10 অগাস্ট চণ্ডীগড়ের টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরির 'রেল ট্র্যাকড রকেট স্লেজ (RTRS)' কেন্দ্রে ড্রগ প্যারাসুটের ওপর পরীক্ষা চালায় ইসরো । ভারতীয় মহাকাশ সংস্থা এই পরীক্ষা DRDO এবং ADRDE-এর সহযোগিতায় পরিচালিত করে৷ ইসরো জানিয়েছে এই প্যারাসুটের ব্যাস 5.8 মিটার।  

‘Gaganyaan’ হবে ভারতের মহাকাশ গবেষণায় ইসরোর প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান। যদি সফল ভাবে Gaganyaan মিশন চালু করা সম্ভব হয়, তাহলে আমেরিকা, রাশিয়া ও চীনের পর চতুর্থ স্থানে থাকবে ভারত। গগনযান মিশনের জন্য ISRO-এর ড্রগ প্যারাসুট পরীক্ষা সফল হয়েছে বলেই ইসরোর তরফে জানানো হয়েছে। গগনযান মিশনে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চন্দ্রযান-৩ অবতরণের আগে একটি ব্যস্ত সময়সূচীর মধ্যেও, ISRO বিজ্ঞানীরা দেশের মনুষ্যবাহী মহাকাশ অভিযান মিশনে কাজ করছেন। পার্লামেন্টে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, সব কিছু ঠিকঠাক থাকলে আগস্ট বা সেপ্টেম্বরের মিশনের ট্রায়াল সম্পন্ন হবে।

গগনযান মিশনের আওতায় নভোশ্চরদের নিয়ে মহাকাশযান যখন পৃথিবীতে প্রবেশ করবে, সেইসময় সেই যানের ভারসাম্য রক্ষা করতে এবং সুরক্ষিত স্তরে বেগ কমিয়ে আনার ক্ষেত্রে সেই প্যারাশ্যুটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ISRO
Advertisment