Advertisment

বিজ্ঞানী সারাভাই-এর জন্ম শতবর্ষে টিভি চ্যানেল লঞ্চের ভাবনা ইসরোর

ISRO Launch LIVE TV Channel: উদযাপনের খাতে প্রাথমিক খরচ ধার্য করা হয়েছে ৫০ কোটি টাকা। সারা দেশ জুরে শতাধিক বিজ্ঞানী সারাভাই সম্পর্কে, বিজ্ঞানের জগতে তাঁর অবদান সম্পর্কে বক্তব্য রাখবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
ISRO Launch TV LIVE

ISRO Launch TV LIVE: ২০১৯ এর প্রথম দিকেই এই মিশন শুরু হওয়ার কথা।

 ISRO TV Channel: ২০১৯ সালের আগস্ট মাস থেকে  এক বছরের জন্য  বিক্রম সারাভাইয়ের জন্ম শতবর্ষ উদযাপন করবে  ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)।

Advertisment

In a few months’ time, it plans to roll out a dedicated ISRO TV channel showcasing space applications, developments and science issues, targeting young viewers and people in remote areas in their language.

আগামী কয়েক মাসের মধ্যেই একটি টেলিভিশন চ্যানেল আনার পরিকল্পনা করেছে ইসরো। এই চ্যানেলে মহাজাগতিক বিভিন্ন বিষয়, উন্নয়ন ও বিজ্ঞান সম্পর্কিত অনুষ্ঠান সম্প্রচারিত হবে। মূলত অল্পবয়সী এবং প্রত্যন্ত এলাকার মানুষরা তাঁদের নিজেদের ভাষায় এই চ্যানেলের প্রোগ্রাম দেখতে পারবেন।

ইসরোর প্রথম প্রধান বিক্রম  সারাভাইয়ের জন্ম  ১৯১৯ সালের  ১২ অগাস্ট। সারাভাইকে শ্রদ্ধা জানাতেই প্রথম
ভারতীয় চন্দ্রাবতরণকারী মহাকাশযানের নামকরণ করা হয়েছে- চন্দ্রযান ২ মিশন 'বিক্রম'। ইসরোর চেয়ারম্যান কে শিভান রবিবার বিজ্ঞানী সারাভাইয়ের ৯৯তম জন্মোৎসব উপলক্ষে  আয়োজিত এক বৈঠকে জানিয়েছেন,  ২০১৯ এর প্রথম দিকেই এই মিশন শুরু হওয়ার কথা।

সময়টা ১৯৪০ থেকে ৫০-এর দশক। "মাত্র ২৮ বছর বয়সে বিক্রম সারাভাই একটি  মহাকাশ  গবেষণা সংস্থার বীজ বুনেছিলেন। সারাভাই-এর জন্ম শতবর্ষ উপলক্ষে বছর ভর চলবে উদযাপন। দেশের বাইরে এমনকি বিদেশেও ওঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে চলবে নানা কর্ম কাণ্ড", জানিয়েছেন কে শিভান।

সারাভাইয়ের জন্মশতববর্ষ উদযাপনের খাতে প্রাথমিক খরচ ধার্য করা হয়েছে ৫০ কোটি টাকা। সারা দেশ জুড়ে শতাধিক বিজ্ঞানী সারাভাই সম্পর্কে, বিজ্ঞানের জগতে তাঁর অবদান সম্পর্কে বক্তব্য রাখবেন। শ্রীহরিকোটা থেকে স্যাটেলাইট লঞ্চের সরাসরি সম্প্রচার করা হবে। ইসরোর চেয়ারম্যান আরও জানিয়েছেন, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আদলে মহাকাশ বন্দরও উদ্বোধন করা হবে খুব শিগগির।

ISRO
Advertisment