আজ আবার ইতিহাস গড়তে চলেছে ISRO, 'নটি বয়ের' পিঠে ভর করেই উৎক্ষেপণ করা হবে বিশেষ উপগ্রহ। শনিবার উৎক্ষেপণ হতে চলেছে কৃত্রিম উপগ্রহ ইনস্যাট থ্রিডিএস INSAT-3DS শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বিকেল ৫টা বেজে ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ইনস্যাট-থ্রিডিএস-কে পিঠে বসিয়ে মহাকাশের উদ্দেশে পাড়ি দেবে জিওসিঙ্ক্রোনাস লঞ্চ ভেহিকেল (GSLV)
এবার থেকে দেশের আবহাওয়া বিজ্ঞানীদের জন্য খারাপ আবহাওয়ার শনাক্ত করা আরও সহজ হবে। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি), ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) তার আবহাওয়া সংক্রান্ত তথ্য পেতে মহাকাশে উৎক্ষেপণ করতে চলেছে ইনস্যাট থ্রিডিএস উপগ্রহ। বিশ্বজুড়ে জয়বায়ু পরিবর্তন এক বিরাট প্রভাব ফেলেছে। ফি বছর বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ। বিশ্ব উষ্ণায়ণের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পৃথিবীর ভারসাম্য। ঘটছে দাবানলের ঘটনা। আবহাওয়ার এই খামখেয়ালিপনা রুখতে ও আগাম সঠিক তথ্য পেতেই মহাকাশে পাঠানো হচ্ছে INSAT-3DS-কে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) শুক্রবার জানিয়েছে যে উপগ্রহ INSAT-3DS উৎক্ষেপণের কাউন্টডাউন শুক্রবারই শুরু হয়েছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে শনিবার বিকাল ৫.৩৫ মিনিটে জিওসিঙ্ক্রোনাস লঞ্চ ভেহিকেল (GSLV) করে INSAT-3DS কে মহাকাশে পাঠানো হবে।INSAT-3DS স্যাটেলাইট হল তৃতীয় প্রজন্মের আবহাওয়া সংক্রান্ত উপগ্রহের একটি ফলো-আপ মিশন যা জিওস্টেশনারি কক্ষপথে স্থাপন করা হবে।
১লা জানুয়ারি PSLV-C58/ExpoSat মিশনের সফল উৎক্ষেপণের পর এটি ২০২৪ সালে ISRO-এর দ্বিতীয় মিশন। স্যাটেলাইট বহনকারী রকেটের দৈর্ঘ্য 51.7 মিটার। এই স্যাটেলাইটের ওজন 2,274 কেজি।কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এই উৎক্ষেপণের জন্য বিজ্ঞানী এবং ISROকে অভিনন্দন জানিয়েছেন। তিনি X-এ পোস্ট করেছেন এবং লিখেছেন যে INSAT-3DS ১৭ ফেব্রুয়ারি ২০২৪ এ লঞ্চ-এর জন্য প্রস্তুত। সকল বিজ্ঞানীকে তাদের এই প্রচেষ্টার জন্য বিশেষ ধন্যবাদ। তিনি আরও লিখেছেন এই স্যাটেলাইট আবহাওয়া সংক্রান্ত পরিষেবাগুলিতে আরও বৈপ্লবিক পরিবর্তন আনবে যা নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণে অত্যন্ত কার্যকর হবে। এটি স্থল এবং সমুদ্রের পৃষ্ঠের আবহাওয়া পর্যবেক্ষণ করে তথ্য প্রদান করবে।