Advertisment

অনলাইনে অতি সহজে জমা করুন আয়কর, জানুন কীভাবে

২০১৮-১৯ অর্থবর্ষের জন্য নির্দিষ্ট করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখ ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে, এই ঘোষণার এক সপ্তাহ পরেই এই পদক্ষেপ নেওয়া হলো।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Income Tax Return (ITR) e-Filing Online 2019-20: আয়কর বিভাগ চালু করল তার ‘লাইট’ ই-ফাইলিং সুবিধা। যাতে করদাতারা দ্রুত তাঁদের কর জমা দিতে পারেন, সেকারণেই মূলত ই-ফাইলিং পোর্টালের লাইট ভার্সন নিয়ে এল আয়কর বিভাগ। ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য নির্দিষ্ট করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখ ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে, এই ঘোষণার এক সপ্তাহ পরেই এই পদক্ষেপ নেওয়া হলো।

Advertisment

'ই-ফাইলিং লাইট' আয়কর বিভাগের মূল অফিসিয়াল সাইটেই পাওয়া যাবে। এই পেজে ‘Quick ITR Filing’ লিঙ্ক রয়েছে। সেখানে ক্লিক করলেই নতুন যে পেজ খুলবে সেটি আয়কর বিভাগের লাইট পোর্টাল। সেখানে আপনার প্যান নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে।

এই সাইটের মাধ্যমে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের সঙ্গে ই-ভেরিফিকেশনও করতে পারবেন। এখান থেকেই ডাউনলোড করুন 'pre-Fill XML', দেখুন ই-ফাইলড ইনকাম ট্যাক্স রিটার্ন। উল্লেখ্য, XML, ITR, ITR-V ডাউনলোড করার অপশন লাইট ভার্সনে পাবেন না। মনে রাখবেন, 'পোর্টাল লগ ইন' করার পরই এই সমস্ত অপশন আপনি ব্যবহার করতে পারবেন।

ই-ফাইলিং লাইট পোর্টালের মাধ্যমে কীভাবে জমা করবেন ?

১) https://www.incometaxindiaefiling.gov.in. এই লিঙ্কে ক্লিক করুন

publive-image ই-ফাইলিং প্রক্রিয়া 

২) সেখানে গিয়ে ‘Quick ITR Filing’ লিঙ্কে ক্লিক করুন। এই লিঙ্কের নীচে খুলে যাবে মেনু

publive-image এখানে ক্লিক করুন

৩) পেজে একটি পপ-আপ আসবে ‘Continue to e-Filing Lite’। এখানে ক্লিক করলে ব্যবহার করতে পারবেন লাইট ভার্সন

৪) এই পেজে প্যান কার্ড নম্বর দিয়ে রেজিস্টার করুন

৫) ই-ফাইলের মেনুর মধ্যে ক্লিক করুন 'Income Tax Return' অপশনে

৬) সেখানেই জানতে চাওয়া যাবতীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলআপ করুন

একটি একটি করে পেজ খুলবে, সেই পেজ ফিল আপ করে ‘Save Draft’ এ ক্লিক করে ‘Next’ ক্লিক করুন। পাঁচটি পেজ ওপেন হবে। শেষে গিয়ে 'Preview & Submit' ক্লিক করে দেখে নিন, যে তথ্য আপনি জমা করেছেন, তা পুনরায় যাচাই করে নিন। ভুল থাকলে "go back" ক্লিক করে পৌঁছে যান সংশ্লিষ্ট পেজে।

PDF ফাইল করে ডাউনলোড করে রাখতে পারেন। সব শেষে জমা করে দিন আপনার ২০১৮-১৯ অর্থবর্ষের  'ইনকাম ট্যাক্স রিটার্ন'।

Read the full story in English

Income Tax
Advertisment