ITR Filing 2025: আপনি কি শেষ মুহূর্তে আয়কর জমা দিচ্ছেন? তাড়াহুড়োয় এই ৫টি ভুল করলেই...

ITR Filing 2025: ২০২৫ সালের আইটিআর রিটার্নের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। সকল করদাতা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন (ITR) জমা দিতে পারবেন। এই সময়সীমা অতিক্রান্ত হলে দেরিতে আইটিআর জমা দেওয়ার জন্য জরিমানা দিতে হবে।

ITR Filing 2025: ২০২৫ সালের আইটিআর রিটার্নের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। সকল করদাতা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন (ITR) জমা দিতে পারবেন। এই সময়সীমা অতিক্রান্ত হলে দেরিতে আইটিআর জমা দেওয়ার জন্য জরিমানা দিতে হবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

আপনি কি শেষ মুহূর্তে আয়কর জমা দিচ্ছেন?

ITR Filing 2025: ২০২৫ সালের আইটিআর রিটার্নের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। সকল করদাতা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন (ITR) জমা দিতে পারবেন। এই সময়সীমা অতিক্রান্ত হলে দেরিতে আইটিআর জমা দেওয়ার জন্য জরিমানা দিতে হবে। শেষ মুহূর্তে আইটিআর ফাইল করার সময় করদাতারা অনেক সময় তাড়াহুড়োতে কিছু সাধারণ ভুল করে ফেলেন। এসব ভুল এড়াতে জেনে নেওয়া উচিত আইটিআর ফাইলিংয়ের সময় সবচেয়ে সাধারণ পাঁচটি ভুল।

Advertisment

প্রথমত, অনেক করদাতা ভুল মূল্যায়ন বছর নির্বাচন করেন। উদাহরণস্বরূপ, ২০২৪-২৫ সালের আয়ের জন্য আইটিআর দাখিল করতে হলে ২০২৪-২৫ মূল্যায়ন বছর নির্বাচন করতে হবে। তাড়াহুড়ো করে এই ভুল হওয়া সাধারণ ঘটনা।

দ্বিতীয়ত, ভুল আইটিআর ফর্ম নির্বাচন করা। আয়কর বিভাগ বিভিন্ন ধরনের ফর্ম জারি করে। যেমন, ITR-1 শুধুমাত্র বেতনের আয়ের জন্য, ITR-2 বেতন ও মূলধন লাভ, ITR-3 ব্যবসা ও মূলধন লাভ, আর ITR-4 ব্যবসা থেকে আয়ের জন্য ব্যবহৃত হয়। অনেকে এ ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে ভুল ফর্মে আয়কর দাখিল করেন।

Advertisment

তৃতীয়ত, আইটিআর দাখিলের পর যাচাই না করা। অনেক করদাতা রিটার্ন জমা দেওয়ার পর যাচাই করতে ভুলে যান। এর ফলে রিফান্ড পেতে সমস্যা হয়। তাই আইটিআর দাখিলের পরে যাচাই করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চতুর্থ এবং পঞ্চম ভুল হলো ভুল গণনা। করদাতারা কখনও কখনও স্বাস্থ্য বীমা (Sec 80D), NPS বৈধ প্রমাণ ছাড়াই সাবমিট করেন। এছাড়াও অনেক সময় ব্যাঙ্কের বিবরণ যাচাই করতেও অনেকেই ভুলে যান। এই কারণে আয়কর রিফান্ড প্রক্রিয়ায় সমস্যা দেখা দিতে পারে।

আয়কর রিফান্ড কী? রিফান্ড তখনই দেওয়া হয় যখন করদাতা সরকারকে তার প্রকৃত কর দায়ের চেয়ে বেশি কর প্রদান করেন। সাধারণত এটি অগ্রিম কর প্রদানের কারণে হয়। রিফান্ড পেতে হলে শুধুমাত্র আইটিআর ফাইল করলেই হবে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পোর্টালে যুক্ত করা এবং যাচাই করা অত্যাবশ্যক।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার জন্য প্রথমে আয়কর ই-ফাইলিং পোর্টালে লগইন করতে হবে। এরপর “আমার প্রোফাইল” থেকে “আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট”-এ  যান। Add Bank Account-এ আপনার অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্টের ধরন, ধারকের নাম ও IFSC কোড লিখে Validate ক্লিক করুন। যাচাইকরণের পর একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন।

আইটিআর ফাইল করার সময় এই পাঁচটি ভুল এড়িয়ে চললে করদাতারা রিফান্ডের প্রক্রিয়ায় ত্রুটি এড়াতে পারবেন এবং দ্রুত রিফান্ড পেতে সক্ষম হবেন।

আরও পড়ুন- Flipkart সেলে প্রথমবারের মতো এত সস্তায় পাওয়া যাবে iPhone, সাশ্রয় হবে হাজার হাজার টাকা

Income Tax