Advertisment

Electric-Scooter: পান ঝঞ্ঝাট মুক্ত জার্নি! ই-স্কুটারের তুফানি গতি চমকে দেবে, এক চার্জেই চলবে ১৭০ কিলোমিটার

সম্প্রতি ই-স্কুটারের জগতে আলোড়ণ ফেলেছে JeetX ZE ইলেকট্রিক স্কুটার। এক চার্জেই চলবে ১৭০ কিলোমিটার। তাই বার বার চার্জিংয়ের ঝামেলা থেকে এবার মিলবে মুক্তি। আর দাম তাও মধ্যবিত্তের নাগালেই।

author-image
IE Bangla Tech Desk
New Update
electric scooter, latest electric scooter in India, iVOOMi, iVOOMi JeetX ZE, iVOOMi JeetX ZE sprice, iVOOMi JeetX ZE range, iVOOMi JeetX ZE specifications, ZeetX ZE, ZeetX ZE price, ZeetX ZE scooter range, iVOOMi Energy, iVOOMi Energy latest scooter,

পান ঝঞ্ঝাট মুক্ত জার্নি! ই-স্কুটারের তুফানি গতি, এক চার্জেই চলবে ১৭০ কিলোমিটার

বর্তমানে দেশে ইলেকট্রিক স্কুটারের চাহিদা আকাশছোঁয়া। পেট্রোলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতারা ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকেছেন। আর বাজারের চাহিদার কথা মাথায় রেখে একাধিক সংস্থা তাদের লোভনীয় ডিজাইনের ই-স্কুটার নিয়ে বাজারে হাজির হয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী বাজারে অনেক ধরনের দামী এবং সস্তা ইলেকট্রিক স্কুটার রয়েছে। সম্প্রতি ই-স্কুটারের জগতে আলোড়ণ ফেলেছে JeetX ZE ইলেকট্রিক স্কুটার। এক চার্জেই চলবে ১৭০ কিলোমিটার। তাই বার বার চার্জিংয়ের ঝামেলা থেকে এবার মিলবে মুক্তি। আর দাম তাও মধ্যবিত্তের নাগালেই।

Advertisment

আপনি যদি ই-স্কুটার কেনার কথা ভাবছেন? আপনার কাছে একটি দুর্দান্ত পরিসর সহ নতুন স্কুটারের বিকল্প রয়েছে। iVooMe Energy লঞ্চ করেছে JeetX ZE ইলেকট্রিক স্কুটার। কোম্পানি এই ই-স্কুটারটিকে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। দাম শুরু মাত্র ৭৯,৯৯৯ টাকা থেকে। এটিতে 2.1kWh, 2.5kWh এবং 3kWh ব্যাটারি প্যাক রয়েছে। একবার চার্জ করলে ১৭০ কিলোমিটারের দারুণ রেঞ্জ দাবি করছে সংস্থা। মোট আটটি রঙের বিকল্পে এই ই-স্কুটার সামনে আনা হয়েছে। JeetX ZE হল একমাত্র ই-স্কুটার যাতে রয়েছে সাতটি স্তরের সুরক্ষা। স্কুটারটিতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। পাশাপাশি এতে রয়েছে কল এবং এসএমএস অ্যালার্ট, ইনকামিং কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট এসএমএস অ্যালার্টের সুবিধা। রয়েছে জিও-ফেন্সিংও ফিচারও।

কম্প্যাক্ট এই ই-স্কুটারে রয়েছে ১২ কেজি অপসারণযোগ্য ব্যাটারি প্যাক। ব্যবহারকারীরা সহজেই এই স্কুটারে ব্যাটারি পরিবর্তন, অপসারণ এবং পুনরায় ফিট করার সুবিধা পাবেন। এর পোর্টেবল চার্জারটির ওজন মাত্র ৮২৬ গ্রাম এবং এটি চার্জিংকে খুব সুবিধাজনক করে তোলে। সংস্থা আরও বলেছে যে iVOOMi ভারতের প্রথম ব্র্যান্ড যা চ্যাসিস, ব্যাটারি এবং পেইন্টিংয়ের উপর ৫ বছরের ওয়ারেন্টি দিচ্ছে। পাশাপাশি জল ও ধুলোবালি থেকে সুরক্ষার জন্য এই স্কুটিতে রয়েছে IP67 রেটিং।

E Scooter
Advertisment