Advertisment

iVOOMi S1 Lite: মাত্র ৯ হাজারে দুরন্ত গতির সঙ্গে পান সেরা মাইলেজ, ই-স্কুটারের বাম্পার অফারে চমকে যাবেন

যারা নতুন ই-স্কুটার কেনার প্ল্যানিং করছেন তাদের জন্য এবার বাম্পার অফার নিয়ে হাজির iVOOMi, ব্যাপক সস্তায় দু চাকা এই স্কুটার বাজারে এনে তোলপাড় ফেলে দিয়েছে সংস্থা।

author-image
IE Bangla Tech Desk
New Update
"iVOOMi, S1 Lite, new electric scooter launch, iVOOMi new launch, new launches"

যারা নতুন ই-স্কুটার কেনার প্ল্যানিং করছেন তাদের জন্য এবার বাম্পার অফার নিয়ে হাজির iVOOMi ব্যাপক সস্তায় দু চাকা এই স্কুটার বাজারে এনে তোলপাড় ফেলে দিয়েছে সংস্থা।

iVOOMi S1 Lite: বর্তমানে অনেকের কাছেই বিকল্প হয়ে উঠছে ইলেকট্রিক স্কুটার। পেট্রোল ডিজেলের আকাশছোঁয়া দাম। সেই জায়গায় জ্বালানির ছ্যাঁকা থেকে বাঁচতে এবং পাশাপাশি দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলতে ই-স্কুটারের উপর ভরসা রাখছেন। তবে সেক্ষেত্রে দাম একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যারা নতুন ই-স্কুটার কেনার প্ল্যানিং করছেন তাদের জন্য এবার বাম্পার অফার নিয়ে হাজির iVOOMi ব্যাপক সস্তায় দু চাকা এই স্কুটার বাজারে এনে তোলপাড় ফেলে দিয়েছে সংস্থা।

Advertisment

আপনি কী বার বার পেট্রোল ভরতে ভরতে ক্লান্ত? নতুন ই-স্কুটারের মাধ্যমে এই ঝামেলা থেকে অনায়াসেই মিলবে রেহাই। মাত্র ৯ হাজার কিনুন এই ইলেকট্রিক স্কুটার। সিঙ্গেল চার্জে পেয়ে যান ৮৫ কিলোমিটারের দীর্ঘ রেঞ্জ। আপনি যদি একটি ই-স্কুটার কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আজকে এই প্রতিবেদনের মাধ্যমে iVOOMi S1 Lite স্কুটার সম্পর্কে জানতে পারবেন। iVOOMi S1 Lite স্কুটারের অন-রোড প্তাইজ ৫৮,৪৪৬ টাকা। তবে মাত্র ৯ হাজার টাকা ডাউন পেমেন্ট করেও বাড়িতে আনতে পারবেন এই ই-স্কুটার।

iVOOMi S1 Lite-এর বৈশিষ্ট্য

S1 লাইটে ১৮ লিটারের একটি বড় বুট স্পেস রয়েছে। যা আপনার সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলির জন্য পর্যাপ্ত জায়গা প্রদান করে । এই ই-স্কুটারগুলিতে মোবাইল চার্জিং (5V, 1A) এবং LED ডিসপ্লে স্পিডোমিটারের জন্য USB পোর্টের মতো বৈশিষ্ট্যগুলিও রয়েছে৷ এই স্কুটারটিতে সাতটি স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্যও রয়েছে। iVOOMi S1 Lite-স্কুটারটিতে একটি 2 kW ব্যাটারি রয়েছে যা একবার চার্জে ৯১ কিলোমিটার পথ চলবে। এই স্কুটারের ব্যাটারি চার্জ হতে প্রায় ৭.৪ ঘন্টা সময় লাগে৷ এটি প্রায় ৪.১ সেকেন্ডের মধ্যে 0-40 kmph গতিতে পৌঁছাতে পারে। এর সর্বোচ্চ গতি প্রায় ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

আরও পড়ুন : < OnePlus Nord 4: সম্পূর্ণ মেটাল বডি! OnePlus বাজারে আনছে তুখোড় এক স্মার্টফোন, দেখেই চোখ জুড়িয়ে যাবে >

দামের কথা বললে, iVOOMi S1 Lite স্কুটারের অন-রোড দাম ৫৮,৪৪৬ হাজার টাকা। তবে মাত্র ৯ হাজার টাকার ডাউন পেমেন্ট করেও এই স্কুটার বাড়িতে আনতে পারেন। মাত্র ১,০৪৩ টাকার EMI দিতে হবে আপনাকে। এতে আপনি পাবেন রিমুবেবেল ব্যাটারি প্যাক। ৬টি রংয়ের বিকল্প পাবেন - সাদা, ধূসর, লাল, নীল, ট্রু লাল এবং পিকক নীল। স্কুটারে পাবেন 10-12 ইঞ্চি চাকা এবং LED ডিসপ্লে স্পিডোমিটার।

Tech News Electric scooter
Advertisment