Jio 3GB Recharge Plan: প্রতিদিন ৩ জিবি ডেটা! ৮৪ দিনের বৈধ্যতা...এই তিন রিচার্জ প্ল্যান বাজারে ঝড় তুলেছে।
আপনি যদি Jio ইউজার হয়ে থাকেন তাহলে নতুন বছর আপনার জন্য স্পেশ্যাল হতে চলেছে। আপনি এখন প্রতিদিন ৩ জিবি ডেটা এছাড়াও এই প্ল্যানে আপনি পাবেন বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন। পাবেন ৮৪ দিনের দীর্ঘ বৈধতা।
এই প্ল্যানগুলি আপনি পাবেন মাত্র ২ হাজার টাকারও কমে। এখন BSNL-এর সঙ্গে পাল্লা দিয়ে সস্তার ধামাকা প্ল্যান নিয়ে এসেছে jio। আসুন আজকের এই প্রতিবেদনে জিও'র এমন তিনটি প্ল্যানের বিষয় সম্পর্কে জানাতে চলেছি যাতে আপনি প্রতিদিন পাবেন ৩ জিবি ডেটা।
জিওর ১৭৯৯ টাকার প্ল্যানে আপনি অনেক সুবিধা পাচ্ছেন। এই প্ল্যানে আপনি প্রতিদিন ৩ জিবি ডেটার সুবিধা পাবেন। এই প্ল্যানে মোট ২৫২ জিবি ডেটার পাশাপাশি পাবেন ৮৪ দিনের বৈধতা। আপনি প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি ফ্রি SMS -এর সুবিধা পাবেন। এছাড়াও, আপনি বিনোদনের জন্য Netflix এবং Jio Cinema এর সাবস্ক্রিপশনও পাবেন।
জিওর ১,১৯৯ টাকার প্ল্যানে
আপনি ৮৪ দিনের বৈধতা পাবেন। এই প্ল্যানে আপনি মোট ২৫২ জিবি ডেটা পাবেন। আপনি প্রতিদিন ৩ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। জিওর এই প্ল্যানে আপনি হাই স্পীড ইন্টারনেটের সুবিধা পেতে পারেন। এতে আপনি অফলাইনেও ১০০টি এসএমএস পাঠাতে পারবেন। এছাড়াও, জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউডের বিনামূল্যের সাবস্ক্রিপশনও পাবেন।
৪৪৯ টাকায় আপনি পেয়ে যা ন দৈনিক ৩ জিবি ডেটা। এই প্ল্যানে আপনি ২৮ দিনের বৈধতা পাবেন। এই প্ল্যানে আপনি প্রতিদিন ৩ জিবি ডেটা পাবেন। পুরো মাসের জন্য আপনাকে মোট ৮৪ জিবি ডেটা দেওয়া হচ্ছে। এছাড়াও, আপনি এই প্ল্যানে জিও সিনেমার বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাবেন। প্রতিদিন ১০০টি এসএমএস এবং সীমাহীন ভয়েস কলিংও পাবেন জিও এই রিচার্জ প্ল্যানে।