New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/04/PbznF4Y0sHnuSUP2tUiq.jpg)
রিচার্জের খরচে হাঁপিয়ে উঠেছেন? বিরাট সুখবরে চমকে যাবেন!
jio unlimited 5g data plan offer : রিচার্জের খরচে হাঁপিয়ে উঠেছেন? তাহলে আপনার জন্য রয়েছে বিরাট সুখবর! এখন মাত্র ৬০১ টাকার প্ল্যানে আপনি Jio-র তরফে পাচ্ছেন এক বছরের জন্য আনলিমিটেড 5G ইন্টারনেট। এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন ১২টি 5G আপগ্রেড ভাউচার, যেগুলি দিয়ে আপনি আপনার বর্তমান ইন্টারনেট প্ল্যানে পেয়ে যান অতিরিক্ত হাই স্পিড আনলিমিটেড 5G ডেটা।
Advertisment
আর বিভ্রান্ত নয়! ঠকার দিন শেষ,২০২৫-এর ৫ সেরা বেস্ট মাইলেজ ইলেকট্রিক স্কুটার কোনগুলি? জানুন এক ক্লিকেই
৬০১ টাকার প্ল্যানে কী থাকছে?
- দাম: ৬০১ টাকা
- অফার: ১২ মাসের জন্য 5G আপগ্রেড ভাউচার
- ডেটা: আনলিমিটেড 5G ইন্টারনেট (কোনো দৈনিক ডেটা লিমিট নেই)
- ব্যবহার: আপনি নিজের জন্য বা উপহার হিসেবেও কিনতে পারেন বিশেষ এই রিচার্জ ভাউচার।
ব্যবহার করার শর্ত:
Advertisment
- আপনার ফোনে 5G সাপোর্ট থাকতে হবে
- আপনার এলাকায় 5G নেটওয়ার্ক উপলব্ধ থাকতে হবে
- এই ভাউচারগুলি রিডিম করার জন্য আলাদা বেস প্ল্যান এক্টিভ থাকতে হবে (যেমন ১.৫ জিবি/ প্রতিদিন এর উপরে কোন রিচার্জ প্ল্যান)
এই প্ল্যানটি মূলত তাদের জন্য আদর্শ, যাঁরা বছরের অধিকাংশ সময় হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করেন এবং প্রতিবার আলাদা করে বড় অঙ্কের রিচার্জ করতে চান না।