Advertisment

Jio Recharge Plan: পুজোর আগে মারকাটারি প্ল্যান jio-র, পান ২৫২ জিবি ডেটা ফ্রি! আনন্দ জমে হবে ক্ষীর

Jio Recharge Plan: জুলাই মাসে দাম বাড়ার পর গ্রাহক স্বার্থে এই অভাবনীয় প্ল্যান এনেছে Jio। এটি ছাড়াও Jio-এর আরও অনেক রিচার্জ প্ল্যান রয়েছে, যাতে ব্যবহারকারীদের দীর্ঘ মেয়াদ সহ দারুণ সুবিধা উপভোগ করতে পারেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
jio

কোটি কোটি ইউজারদের মুখে হাসি ফুটিয়েছে jio


Jio Recharge Plan: কোটি কোটি ইউজারদের মুখে হাসি ফুটিয়েছে jio, গ্রাহকদের 252GB বিপুল ডেটার সুবিধা উপভোগ করার দুরন্ত রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে jio। কোম্পানি 84 দিনের বৈধতার সাথে একটি সস্তার প্ল্যান গ্রাহকদের অফার করছে, যাতে ব্যবহারকারীরা 252GB ডেটার সুবিধাও পাবেন। 

Advertisment

Jio এর কোটি কোটি ব্যবহারকারীদের জন্য 84 দিনের আরেকটি সস্তা প্ল্যান রয়েছে। এই প্ল্যানে, আনলিমিটেড কলিংয়ের সাথে, ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার করার জন্য আনলিমিটেড ডেটাও দেওয়া হচ্ছে। জুলাই মাসে দাম বাড়ার পর গ্রাহক স্বার্থে এই অভাবনীয় প্ল্যান এনেছে Jio। এটি ছাড়াও Jio-এর আরও অনেক রিচার্জ প্ল্যান রয়েছে, যাতে  ব্যবহারকারীদের দীর্ঘ মেয়াদ সহ দারুণ সুবিধা উপভোগ করতে পারেন।

512GB-র বিরাট স্টোরেজের সঙ্গে রয়েছে 108MP ক্যামেরা! বিশেষ AI ফিচার্স সহ লঞ্চ Infinix Zero 40 5G

84 দিনের রিচার্জ
Jio-এর এই রিচার্জ প্ল্যানটির দাম 1199 টাকা। এই প্রিপেড রিচার্জ প্ল্যানে, ব্যবহারকারীরা প্রতিদিন 3GB হাই স্পিড ডেটার সুবিধা পান। এছাড়াও, এই রিচার্জ প্ল্যানে, ব্যবহারকারীরা প্রতিদিন 100টি বিনামূল্যে SMS এর সুবিধা পাবেন। 84 দিনের বৈধতার সাথে এই রিচার্জ প্ল্যানে, ব্যবহারকারীরা সারা দেশে যে কোনও নেটওয়ার্কে সীমাহীন ফ্রি কলিংয়ের সুবিধা পান। এছাড়া ব্যবহারকারীদের বিনামূল্যে জাতীয় রোমিংয়ের সুবিধাও দেওয়া হচ্ছে। 4G স্মার্টফোন ব্যবহারকারীরা এই প্ল্যানে মোট 252GB ডেটার সুবিধা পাবেন।

Jio এই প্ল্যানের সাথে Jio TV, Jio Cinema এবং Jio Cloud-এর মতো অ্যাপের সাবস্ক্রিপশন অফার করছে। এছাড়াও, কোম্পানি প্রতিদিন 3GB ডেটা সহ আরও দুটি রিচার্জ প্ল্যান অফার করছে। কোম্পানির 449 টাকা এবং 1799 টাকার রিচার্জ প্ল্যান রয়েছে। 449 টাকার রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীদের 28 দিনের বৈধতা দেওয়া হয়। এই রিচার্জ প্ল্যানটি আনলিমিটেড কলিং এবং দৈনিক 100টি ফ্রি এসএমএসের সাথেও আসে। এতে 4G ব্যবহারকারীদের জন্য মোট 84GB ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে।

512GB-র বিরাট স্টোরেজের সঙ্গে রয়েছে 108MP ক্যামেরা! বিশেষ AI ফিচার্স সহ লঞ্চ Infinix Zero 40 5G

এই প্ল্যানে Netflix বিনামূল্যে পাওয়া যাবে
1799 টাকার প্ল্যানের কথা বললে, এতেও ব্যবহারকারীরা 84 দিনের বৈধতা পান। এই প্ল্যানের বিশেষ বিষয় হল এতে ব্যবহারকারীদের 84 দিনের জন্য Netflix সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এছাড়াও, Jio-এর এই প্ল্যানের সমস্ত সুবিধা 1199 টাকার প্ল্যানের মতোই। ব্যবহারকারীরা 84 দিনের জন্য প্রতিদিন 3GB ডেটার সুবিধা পাবেন। এছাড়াও ব্যবহারকারীরা প্রতিদিন 100টি বিনামূল্যের এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন।

Jio cash back Jio-airtel-Vi-BSNL Jio-Airtel-Vi jio BSNL JiO
Advertisment